Advertisement
E-Paper

দিলীপদের নিয়ে আজ বৈঠকে বসছেন অমিত শাহ

পাহাড়ে পৃথক রাজ্যে আপত্তি নেই বলে জানিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন দিলীপবাবু। রাহুলবাবু তার বিপরীতে জানিয়েছেন, পাহাড়ে পৃথক রাজ্যের দাবি বাস্তবসম্মতই নয়। দিলীপবাবু অবশ্য বার বারই বলছেন, তাঁর দল ছোট রাজ্যের পক্ষে। রাজ্য বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় আবার বলেছেন, তাঁরা গোর্খাল্যান্ড সমর্থন করছেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ০৫:১৮
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহকে তলব করলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ, মঙ্গলবার দিল্লিতে অমিতের সঙ্গে তাঁদের বৈঠক হবে। সরকারি ভাবে দলের ‘বিস্তারক যোজনা’র অগ্রগতি বৈঠকের আলোচ্য হলেও দার্জিলিঙের সঙ্কট প্রসঙ্গও সেখানে উঠবে বলে দলীয় সূত্রের খবর।

পাহাড়ে পৃথক রাজ্যে আপত্তি নেই বলে জানিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন দিলীপবাবু। রাহুলবাবু তার বিপরীতে জানিয়েছেন, পাহাড়ে পৃথক রাজ্যের দাবি বাস্তবসম্মতই নয়। দিলীপবাবু অবশ্য বার বারই বলছেন, তাঁর দল ছোট রাজ্যের পক্ষে। রাজ্য বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় আবার বলেছেন, তাঁরা গোর্খাল্যান্ড সমর্থন করছেন না। এই পরিস্থিতিতে তৃণমূল-সহ সব রাজনৈতিক দলই দাবি করছে, পাহাড় সঙ্কট এবং রাজ্য ভাগ প্রশ্নে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের অবস্থান স্পষ্ট করুন।

এই আবহে অমিতের সঙ্গে দিলীপ-রাহুলদের আজকের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির।

ঘটনা হল, দার্জিলিঙে অশান্তি শুরু হওয়ার পর থেকে দিলীপবাবু বার বার নিজের বক্তব্য বদলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে কার্যত গোর্খা জনমুক্তি মোর্চার পাশে দাঁড়িয়েছেন। তিনি এক বার বলেছেন, গোর্খাল্যান্ড সমর্থন করছেন না। আবার বলেছেন, গোর্খাল্যান্ড নামে তাঁর আপত্তি আছে, কিন্তু পৃথক রাজ্যে আপত্তি নেই। তার পর ফের সুর পাল্টে বলেছেন, গোর্খাল্যান্ড নাম এবং রাজ্য ভাগ— দুটোর কোনওটাই তিনি চান না। এতে সমতলের ভোটারদের মধ্যে ভুল বার্তা গিয়েছে বলে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের মত। ফলে দিল্লিতে আজকের বৈঠকে এই সব প্রসঙ্গ উঠতে পারে বলে দলীয় সূত্রের খবর।

Amit Shah Dilip Ghosh BJP দিলীপ ঘোষ অমিত শাহ বিজেপি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy