সব ঠিক থাকলে আজ, বৃহস্পতিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে কলকাতায় তিনটি পুজোর উদ্বোধন করার কথা তাঁর। সূত্রের খবর, মুম্বই থেকে কলকাতা পৌঁছে রাতে রাজারহাটের হোটেলে থাকার কথা তাঁর। শাহের শুক্রবার প্রথমে কালীঘাটের সেবক সঙ্ঘ এবং পরে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে যাওয়ার কথা। মধ্যাহ্ন ভোজনের অবসরে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকও হাতে পারে তাঁর। এর পরে তাঁর যাওয়ার কথা পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে বিজেপির সাংস্কৃতিক শাখার তত্ত্বাবধানে আয়োজিত পুজোর উদ্বোধনে। যদিও কোনও কোনও মহল থেকে শাহের একটি উদ্বোধনের অনুষ্ঠান বাতিল হওয়ার সম্ভবনার কথাও বলা হচ্ছে। তবে পুজো উদ্বোধনে বুধবার মুর্শিদাবাদের লালবাগে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেছেন, ‘‘আমার জানা নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চূড়ান্ত সফরসূচি আসেনি। উনি অল্প সময়ের জন্য রাজ্যে আসছেন। এক বার মায়ের দর্শন করলেই হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)