Advertisement
E-Paper

দেবীপক্ষের প্রথম দিনেই জোড়া পুজো উদ্বোধনে কলকাতায় শাহ, মন্ত্রকের চূড়ান্ত বার্তা আসেনি, তাই মুখে কুলুপ দুই ঘোষেরই

শাহ আগেও কলকাতায় পুজো উদ্বোধন করেছেন। ২০২৩ সালে সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজোর উদ্বোধন হয়েছিল শাহের হাতে। ২০২৪ সালে তিনি আর উদ্বোধনে আসেননি। কিন্তু এ বার ফের আসছেন বলে বিজেপি সূত্রের দাবি। একটি নয়, উদ্বোধন করবেন দুটি পুজোর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৮:৪২
Amit Shah to inaugurate two Durga Pujas in Kolkata this year

কলকাতার কোন দু’টি পুজো উদ্বোধন করবেন অমিত শাহ? —ফাইল চিত্র।

মাঝে এক বছরের অন্তরাল। ২০২৩ সালের পর ২০২৫ সালে ফের দুর্গোৎসবে কলকাতায় দেখা যাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। উদ্বোধন করবেন একজোড়া পুজোর। সংশ্লিষ্ট পুজো কমিটিগুলি এখনও শাহের এই কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। কিন্তু বিজেপি সূত্রের খবর, দেবীপক্ষের প্রথম দিনেই কলকাতায় একজোড়া মণ্ডপের ফিতে কাটবেন শাহ।

শাহ আগেও কলকাতায় পুজো উদ্বোধন করেছেন। ২০২৩ সালে সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজোর উদ্বোধন হয়েছিল শাহের হাতে। ২০২৪ সালে তিনি আর উদ্বোধনে আসেননি। ঘটনাচক্রে তার মাস কয়েক আগেই লোকসভা ভোটে এ রাজ্যে ‘খারাপ’ ফল করেছিল বিজেপি। এ বার বিধানসভা ভোটের মাসকয়েক আগে ফের সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধন শাহের হাতেই হতে চলেছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। শাহি উদ্বোধনের তালিকায় অপর নামটি হল পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (ইজ়েডসিসি) আয়োজিত ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-র পুজো। ওই সংগঠনের ব্যানারে পুজোটি আয়োজিত হলেও বকলমে বিজেপিই আয়োজক। রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের প্রধান রুদ্রনীল ঘোষ এ বার সে পুজোর প্রধান উদ্যোক্তা।

২০২০ সালে প্রথম বার ইজ়েডসিসিতে পুজোর আয়োজন করেছিল বিজেপি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসবে বিজেপির দৃশ্যমান উপস্থিতি সুনিশ্চিত করতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের হাত দিয়ে পুজো উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু খুঁজতে গিয়ে দেখা যায়, কলকাতায় এমন কোনও বড় পুজো কমিটিই বিজেপির নিয়ন্ত্রণে নেই, যে পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় নেতাদের আনা যেতে পারে। অবশেষে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়েরা দলীয় উদ্যোগেই ইজ়েডসিসিতে পুজো শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২০ সালে ইজ়েডসিসির সেই পুজোর উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কলকাতায় এসে নয়। ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছিলেন তিনি। ২০২১ এবং ২০২২ সালেও ইজ়েডসিসিতে বিজেপি পুজো আয়োজন করেছিল। তবে তেমন জাঁকজমক করে নয়। ফলে কেন্দ্রীয় নেতাদের নিয়ে এসে উদ্বোধন করানোর প্রশ্ন ওঠেনি। তা ছাড়া তত দিনে সজল ঘোষ বিজেপিতে শামিল হয়ে গিয়েছেন, কাউন্সিলরও হয়ে গিয়েছেন। ফলে কেন্দ্রীয় নেতৃত্বকে পুজো উদ্বোধনে আনা হলে সজলের সন্তোষ মিত্র স্কোয়্যারই যে উপযুক্ত মঞ্চ, তা নিয়ে প্রায় সকলেই একমত ছিলেন। তাই ২০২৩ সালে সজল যখন ‘রামমন্দির’ থিমে পুজোর আয়োজন করেন, তখন শাহই উদ্বোধন করেছিলেন।

এ বছর ২২ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার পরের দিনই শাহ কলকাতায় এসে দুই পুজোর উদ্বোধন করবেন বলে বিজেপি সূত্রের দাবি। প্রথমে উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর, যেখানে এ বার থিম ‘অপারেশন সিঁদুর’। তার পরে যাবেন ইজ়েডসিসির পুজো উদ্বোধনে। সেখান থেকে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশে। এখনও পর্যন্ত এই রকম সূচির কথাই জানা গিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। তবে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চূড়ান্ত বার্তা আসা এখনও বাকি। তাই শাহের মন্ত্রকের কাছ থেকে সেই নিশ্চয়তা পাওয়ার আগে কোনও পুজো কমিটিই এ বিষয়ে মুখ খুলতে চাইছে না।

Durga Puja Inauguration Durga Puja 2025 BJP Bengal Amit Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy