উত্তরে এবং দক্ষিণে বিজেপির জোড়া কর্মী সম্মেলনে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবারই কলকাতায় পৌঁছোচ্ছেন। তবে কর্মসূচি শনিবার। সকালে দক্ষিণবঙ্গের ব্যারাকপুর। বিকেলে উত্তরবঙ্গের শিলিগুড়ি। দুই কর্মসূচি সেরে শনিবারই দিল্লি ফিরে যাবেন শাহ।
শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে শাহের পৌঁছোনোর কথা। রাতে থাকবেন নিউ টাউনের একটি হোটেলে। সে দিন কোনও ঘোষিত কর্মসূচি নেই। কিন্তু সাড়ে ৮টার মধ্যেই তিনি নিউ টাউনে পৌঁছে যাবেন। ফলে হাতে কিছুটা সময় থাকবে। তাই রাজ্য বিজেপির প্রথম সারির কয়েক জনের সঙ্গে রাতেই তিনি কিছু জরুরি আলোচনা সেরে নিতে পারেন।
শনিবার প্রথম কর্মসূচি ব্যারাকপুরে। আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলনের আয়োজন হচ্ছে। বনগাঁ, বসিরহাট, বারাসত এবং ব্যারাকপুর— এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের সেখানে ডাকা হয়েছে। গত মাসে কলকাতার জেলা ও মণ্ডল স্তরের কর্মীদের নিয়ে বাইপাস সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে শাহের যে রকম কর্মসূচি আয়োজিত হয়েছিল, এই কর্মী সম্মেলনও সেই ধাঁচেই আয়োজিত হতে চলেছে। সকাল ৯টা থেকেই আনন্দপুরী মাঠ খুলে দেওয়া হবে সম্মেলনে আমন্ত্রিত কর্মীদের জন্য। অন্য নেতাদের উপস্থিতিতে কর্মসূচিও শুরু হয়ে যাবে। ১১টা ১০ নাগাদ শাহের সেখানে পৌঁছোনোর কথা।
আরও পড়ুন:
ব্যারাকপুরের কর্মসূচি সেরে শাহ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন বাগডোগরার উদ্দেশে। সেখানে বিমানবন্দরের অদূরেই এয়ারফোর্স ময়দানে বিজেপির কর্মী সম্মেলনের আয়োজন হচ্ছে। বেলা সাড়ে তিনটের আগেই সেখানে শাহের পৌঁছোনোর কথা। শিলিগুড়ির ওই কর্মী সম্মেলনে প্রতিনিধিত্ব থাকবে বিজেপির পাঁচটি সাংগঠনিক জেলার— শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। সেই কর্মসূচি সেরে বিকেল সাড়ে ৪টে নাগাদ বাগডোগরা থেকেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ঠিক এক মাসের ব্যবধানে শাহ পশ্চিমবঙ্গে আসছেন। এর আগে ২০২৫ সালের ৩০ এবং ৩১ ডিসেম্বর কলকাতায় নানা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শাহ। ২০২৬ সালের জানুয়ারির শেষ দেড় দিনও তিনি পশ্চিমবঙ্গেই কাটাচ্ছেন। এই সফরের ফাঁকে রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে শাহ কিছু জরুরি আলোচনা সেরে নিতে পারেন। তবে ভোট ঘোষণার আগেই যে শাহ বিভিন্ন জেলার বিজেপি কর্মীদের সামনে সরাসরি হাজির হতে চাইছেন, এক মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গ সফরের তাঁর দুই কর্মসূচির দিকে নজর রাখলেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে।