আবার দেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে। শনিবার দুপুর ২টো নাগাদ বিআর অম্বে়ডকর হল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীনস্থ হিজলি ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। তবে ঠিক কী ভাবে, কী কারণে মৃত্যু, তা ময়নাতদন্ত না হলে বলা সম্ভব নয় বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
চলতি বছর এই নিয়ে ছ’জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল আইআইটি খড়্গপুরে। এর মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়ে। গত জানুয়ারি মাসে মৃত্যু হয় শোয়ান মালিক নামে এক পড়ুয়ার। তার পর এপ্রিল মাসে মৃত্যু হয় অনিকেত ওয়ালকরের। মহম্মদ আসিফ কামার নামে এক পড়ুয়ার মৃত্যু হয় মার্চ মাসে। গত ১৮ জুলাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র তথা কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ঋতম মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এর পর গত ২১ জুলাই রাতে গলায় ওষুধ আটকে মৃত্যু হয় মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা তথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পওয়ারের।