স্কুল খোলার দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করল একটি ছাত্র সংগঠন। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন (এআইএসএফ) নামে সংগঠনটির দাবি স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার নির্দিষ্ট নীতি তৈরি করুক। মামলাটি করেছেন সংগঠনের রাজ্য সভাপতি সৌমেন হালদার। এই নিয়ে একই দাবিতে কলকাতা হাই কোর্টে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হল।
এর আগে স্কুলে স্বাভাবিক পঠন-পাঠন শুরু করার দাবিতে মঙ্গলবার একটি জনস্বার্থ মামলা হয়। মামলাটি করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের একটি মামলা হল। এই মামলাকারীর দাবি, মিটিং, মেলা, খেলা হলে কেন স্কুল খুলবে না। মামলাকারীর আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
স্কুল খোলার দাবিতে ইতিমধ্যেই শোরগোল পড়েছে ফেসবুকে। বুধবার থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টকে কেন্দ্র করে সই সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তাতে শামিল হচ্ছেন সাধারণ মানুষ-সহ বিশিষ্টজনেরা।