Advertisement
E-Paper

দিলীপের ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে এ কী বললেন অনুব্রত

উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকেও আক্রমণ করেছেন বীরভূমের ‘কেষ্ট’। 

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৯:৩৬
দিলীপ ঘোষকে আপত্তিকর ভাষায় আক্রমণ অনুব্রত মণ্ডলের।

দিলীপ ঘোষকে আপত্তিকর ভাষায় আক্রমণ অনুব্রত মণ্ডলের।

অন্যের ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে নিজেই ফের কুকথা বলে ফেললেন অনুব্রত মণ্ডল। আলিপুরদুয়ারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার প্রেক্ষিতে তাঁকে কদর্য ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকেও আক্রমণ করেছেন তিনি।

কখনও ইঙ্গিতবহ ভাষায় ‘চড়াম চড়াম’ ঢাক বাজানো, কখনও ‘গুড়-বাতাসা’, কখনও বা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার কথা বলেছেন অনুব্রত। আবার সারসরি ‘পুলিশকে বোম’ মারতে বলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অনুব্রতই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করলেন কুকথা বলে।

বৃহস্পতিবার দলীয় অনুষ্ঠানে যাওয়ার সময় আলিপুরদুয়ারের জয়গাঁয় দিলীপের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মোট তিনটি গাড়ির উপর হামলা হয়। এ দিন বিকেলে বীরভূমের লাভপুরে বুথভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দেন অনুব্রত। সেই কর্মসূচির পর সাংবাদিকরা দিলীপের উপর আক্রমণ বিষয়ে প্রশ্ন করতেই অনুব্রত বলেন, ‘‘পাগল লোক, ছাগল লোক। কখন কী বলেন জানেন না। ভাষাজ্ঞান ঠিক না করলে এই অবস্থাই হবে। সব সময় মানুষকে আজেবাজে কথা বললে মানুষ মেনে নেবে না। আজ মানুষ করছে দু’দিন পর কুকুর, বিড়ালে সবাই করবে।’’

কী বললেন অনুব্রত, দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন: জয়গাঁতে দিলীপ ঘোষের কনভয়ে হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

আরও পড়ুন: কাল থেকে অফিস টাইমে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল

উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যপাল। সেখানে তিনি রাজ্য সরকারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, পশ্চিমবঙ্গকে মানুষ চেনে রাজনৈতিক হিংসার জন্য। এই প্রসঙ্গে অনুব্রতকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি। তবে তাঁর উদ্দেশেও ব্যবহার করেছেন আপত্তিকর শব্দ।

Anubrata Mandal Dilip ghosh BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy