প্রার্থী নয়, তৃণমূলের প্রতীক দেখে ভোট দিতে জনগণের কাছে আবেদন জানালেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার সিউড়িতে এনআরসি-সিএএ-র প্রতিবাদে হওয়া জনসভায় এসে এমনই বার্তা দেন অনুব্রত।
এ দিন দুপুরে সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে এনআরসি-সিএএ-র প্রতিবাদে একটি জনসভার আয়োজন করেন সিউড়ি শহর এবং সিউড়ি ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ, জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়, সিউড়ি ১ ব্লকের সভাপতি স্বর্ণশঙ্কর সিংহ -সহ কয়েক হাজার কর্মী সমর্থক।
এনআরসি-সিএএ প্রতিবাদে জনসভা হলেও এ দিন সভায় পুরভোটের প্রসঙ্গ টেনে আনেন অনুব্রত। সভায় আগত মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘প্রার্থী নয় তৃণমূলের প্রতীক দেখে ভোট দিন।’’