Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মুখ্যমন্ত্রীর সম্পর্কে অশ্লীল চিঠি, অভিযোগ সাংসদের

শ্রীরামপুর থানা এলাকার রিষড়া গাঁধী সড়কে অপরূপার বাড়ি।

নিজস্ব সংবাদদাতা
রিষড়া শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০২:০৯
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি এবং তাঁর সম্পর্কে অশ্লীল মন্তব্য লেখা চিঠি এল আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে। বিষয়টি নিয়ে সাংসদ পুলিশে অভিযোগ জানিয়েছেন।

শ্রীরামপুর থানা এলাকার রিষড়া গাঁধী সড়কে অপরূপার বাড়ি। তিনি জানান, শনিবার বাড়িতে ডাকযোগে একটি ‘ইনল্যান্ড লেটার’ আসে। রাত ৮টা নাগাদ তিনি বাড়িতে ফিরে চিঠিটি খুলে দেখেন, মুখ্যমন্ত্রীর দু’টি ছবি বিকৃত করে ছাপা। টাইপ করে কুরুচিকর মন্তব্যও লেখা। প্রেরক হিসেবে বিধাননগরের এক ব্যক্তির নাম এবং ফোন নম্বর দেওয়া। রবিবার সকালে অপরূপা এ নিয়ে শ্রীরামপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। চিঠির ফটোকপি থানায় জমা দেন। ওই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অপরূপা বলেন, ‘‘ওই চিঠিতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। এ জিনিস বাংলার সংস্কৃতির পরিপন্থী। কে বা কারা এটা করেছে, তদন্ত করে তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া দরকার। মনে হচ্ছে বিজেপির লোকেরাই এই কাজ করেছে।’’ চন্দননগরের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানান, অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি অবশ্য ওই জাতীয় চিঠি পাঠানো তাদের সংস্কৃতি নয় বলে দাবি করেছে।

চিঠিতে যে ব্যক্তির নাম-ফোন নম্বর দেওয়া, তাঁর দাবি, ওই চিঠি তিনি পাঠাননি। দিন কয়েক আগেও একই ভাবে চিঠি পাঠানো হয়েছিল অপর এক সাংসদের বাড়ির ঠিকানায়। ওই ব্যক্তি বলেন, ‘‘এর মধ্যে আমার কোনও যোগ নেই। আমি রাজনীতি করি না। কারও সঙ্গে আমার শত্রুতাও নেই। কে এই কাজ করছে, বুঝতে পারছি না। চার-পাঁচ দিন আগেই পুলিশকে গোটা বিষয়টি আমি জানিয়েছি।’’ তাঁর ধারণা, ইন্টারনেটের মাধ্যমে কেউ তাঁর ফোন নম্বর জোগাড় করতে পারে। তবে চিঠিতে লেখা ঠিকানা তাঁর বাড়ির নয় বলে তিনি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Aparupa Poddar TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE