Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ অক্টোবর ২০২১ ই-পেপার

গুলির প্রশ্ন উড়িয়ে অর্জুন বলছেন পাথরের টুকরো

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর ২৭ জুন ২০১৫ ০৩:৩৬
জখম উষাদেবীকে দেখতে হাসপাতালের পথে অর্জুন সিংহ এবং পবন সিংহ। শুক্রবার। ছবি: শৌভিক দে।

জখম উষাদেবীকে দেখতে হাসপাতালের পথে অর্জুন সিংহ এবং পবন সিংহ। শুক্রবার। ছবি: শৌভিক দে।

গুলির ‘প্রশ্ন নেই’, নিছকই ‘পাথরের’ টুকরো ছিটকে এসে লাগায় আহত হয়েছেন তাঁর স্ত্রী। শুক্রবার এমনই দাবি করেছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ।

উষাদেবী জখম হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিদেশ থেকে ফিরেছেন অর্জুন। এ দিন তিনি বলেন, ‘‘আমার স্ত্রী দুর্বল প্রকৃতির মানুষ। মানসিক অবসাদেও ভুগছেন। পুজো আর সংসার নিয়েই থাকেন। একটা পাথর জাতীয় জিনিসের টুকরো ছিটকে এসে লাগে আর তা নিয়ে কিছু মানুষ গল্প তৈরি করল।’’ ছেলে পবনের অভিযোগও নিছকই ‘আবেগের বশে’ বেফাঁস মন্তব্য করে ফেলা বলেই মনে করছেন তিনি। তাঁদের সংসারে ‘বিভেদ’ ঘটাতেই গুলির ‘গল্প ফাঁদা’ হয়েছে বলে দাবি করেছেন ওই তৃণমূল বিধায়ক। সেই সঙ্গে উড়িয়ে দিচ্ছেন ভাইপো সৌরভের বিরুদ্ধে ওঠা অভিযোগও। বলছেন, ‘‘সৌরভের নামে অভিযোগও মিথ্যা। ও এখানে ছিলই না। পবন এখানে থাকে না, বাড়ির ব্যাপার তেমন জানেও না। আবেগের বশে হয়তো অভিযোগ করেছে।’’

তবে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে পবন অবশ্য এ দিনও যথেষ্ট উত্তেজিত। বলছেন, ‘‘মা’র কিছু হলে আমি আর চুপ করে থাকব না। ছাড়ব না কাউকে।’’

Advertisement

তবে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পুলিশকে যে রিপোর্ট তারা দিয়েছে, তাতে উষাদেবীর বাঁদিকের তলপেটে গুলিতে ক্ষতর কথা উল্লেখ করা হয়েছে। যদিও প্রায় তিন ঘণ্টা ধরে শল্যচিকিৎসার পরেও গুলির হদিস মেলেনি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন

Advertisement