Advertisement
১৯ এপ্রিল ২০২৪
B R Ambedkar

লকডাউনেই স্মরণ অম্বেডকর-বার্তার

লকডাউনের মধ্যে তারা ডাক দিয়েছে ‘শারীরিক দূরত্ব রেখে সামাজিক সংহতি’ বজায় রাখার।

লকডাউনের মধ্যে অম্বেডকর জয়ন্তীতে সংবিধাং রক্ষার শপথ। নিজস্ব চিত্র।

লকডাউনের মধ্যে অম্বেডকর জয়ন্তীতে সংবিধাং রক্ষার শপথ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ০৪:৫১
Share: Save:

করোনা-জনিত উদ্বেগের আবহ এবং লকডাউনের মধ্যেই সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের জন্মজয়ন্তী পালন করল রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবাসাহেব অম্বেডকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার টুইটে বলেছেন, ‘‘সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ন্যায়, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব ও সাম্য— আমাদের সংবিধানে উল্লিখিত এই প্রত্যেকটা শব্দকে এখন আগের চেয়ে আরও বেশি করে আমাদের জীবনের অঙ্গ করে তুলতে হবে।’’

বাইরে জমায়েত না করেই যে যেখানে আছেন, সেখানেই এ দিন বিকালে সংবিধান রক্ষার শপথ নেওয়ার কর্মসূচি নিয়েছিল পাঁচ বাম দল সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই (এম-এল) লিবারেশন। লকডাউনের মধ্যে তারা ডাক দিয়েছে ‘শারীরিক দূরত্ব রেখে সামাজিক সংহতি’ বজায় রাখার। গরিব, বিপন্ন মানুষের জন্য নগদ সাহায্য ও খাবারের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে বামেরা। রাজ্য বিজেপি নেতারাও অম্বেডকরের মতাদর্শ প্রচার করেছেন সামাজিক মাধ্যমে। রাজ্য বিধানসভায় এ দিন অম্বেডকরের জন্মদিন পালনের আয়োজন করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ঘরবন্দি জনপ্রতিনিধিদের মধ্যে যাঁদের পক্ষে আসা সম্ভব, তাঁরা যাতে সামাজিক অনুষ্ঠানের সামান্য অবসর পান, তার জন্যই এমন ভাবনা। তবে স্পিকার বিমানবাবু, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস বিধায়ক অসিত মিত্র ছাড়া আর কেউ উপস্থিত হননি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE