Advertisement
০২ মে ২০২৪

মনুয়ার জামিনের আবেদন খারিজ

এ দিন জামিনের আবেদনের শুনানিতে মনুয়ার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, ঘটনার সময় তাঁর মক্কেল বাড়িতে ছিলেন না।

মনুয়া মজুমদার

মনুয়া মজুমদার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ০৩:৪৯
Share: Save:

স্বামীকে খুনের ঘটনায় ধৃত বারাসতের গৃহবধূ মনুয়া মজুমদারের জামিনের আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার ওই আবেদন খারিজ করে দিয়েছে। মাস ছয়েক আগে স্বামী অনুপমকে খুনের ঘটনায় মনুয়া ও তাঁর বন্ধু অজিতকে গ্রেফতার করে পুলিশ।

এ দিন জামিনের আবেদনের শুনানিতে মনুয়ার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, ঘটনার সময় তাঁর মক্কেল বাড়িতে ছিলেন না। তাঁকে ঘটনার আগে বাড়িতে ঢুকতে দেখা গেলেও, পরে তাঁকে ঘরে তালা লাগিয়ে বেরোতে দেখা গিয়েছিল। তাই তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে না। অন্য কেউ খুন করে থাকতে পারে। মনুয়ার কাছ থেকে তদন্তকারীরা খুনে ব্যবহৃত কোনও অস্ত্রও উদ্ধার বা বাজেয়াপ্ত করতে পারেননি।

হাইকোর্টের সরকারি কৌঁসুলি শাশ্বতগোপাল মুখোপাধ্যায় ও নেগিব আহমেদ সওয়ালে জানান, খুনের আগে মনুয়া ও তাঁর বন্ধু অজিতকে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে। মনুয়া ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গেলেও ঘরের ভিতরে রেখে গিয়েছিলেন অজিতকে। ঘর থেকে তদন্তকারীরা পোড়া সিগারেটের ফিল্টার উদ্ধার করে তা ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। ফিল্টারে যে থুতু লেগেছিল, তা অজিতের বলে ফরেন্সিক বিশেষজ্ঞেরা জানিয়েছেন। তাই অনুপমকে যে খুন করা হবে, তা মনুয়ার অজানা ছিল না। খুনের দায় তাঁর উপরেও বর্তায়। দু’পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ জামিন খারিজ করে নিম্ন আদালতকে নির্দেশ দেয়, বিচার দ্রুত শেষ করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manua Majumdar মনুয়া মজুমদার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE