সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। পশ্চিম মেদিনীপুরে তাঁকে ঢুকতে দেওয়ার অনুমতি চেয়ে দায়ের করা আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীকে বছর তিনেক আগে গ্রেফতার করে পুলিশ। জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন সুশান্ত ঘোষ। শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। নির্দেশ দেওয়া হয়, তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিজের জেলা পশ্চিম মেদিনীপুরে ঢুকতে পারবেন না তিনি। শর্ত শিথিল করে জামিন দিতে চলতি বছর ফের সুপ্রিম কোর্টে আবেদন করেন সুশান্তবাবু। আবেদন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকারও। এ দিন সেই মামলার শুনানিতেই সুশান্তবাবুর আবেদন খারিজ করে দিলেন বিচারপতি জে এস খের এবং বিচারপতি আদর্শকুমার গোয়েলের ডিভিশন বেঞ্চ।
শীর্ষ আদালতের রায়ে এ দিন জানানো হয়েছে, শর্তসাপেক্ষে যে জামিন সুশান্ত ঘোষকে দেওয়া হয়েছিল, তা জারি থাকছে। গড়বেতা ছাড়া জেলার অন্য কোনও অংশে যেতে হলে নিম্ন আদালতের অনুমতি নিয়েই তা করতে হবে।