Advertisement
E-Paper

‘লক্ষ মহিলার র‌্যালি কলকাতার পথে’, অভিনব কর্মসূচির প্রস্তাব বনসলের, সম্মতির ইঙ্গিত দিয়ে প্রস্তুতির বার্তা শুভেন্দু-দেবশ্রীর

ছ’মাসে মহিলা মোর্চাকে কোন কোন জনসংযোগ কর্মসূচি হাতে নিতে হবে, তা উল্লেখ করার পরে বনসল বলেন, ‘‘আমি চাই ব্রিগেডে যেমন জনসভা হয়, সে রকম ভাবে কলকাতায় এক লক্ষ মহিলার জমায়েত করা হোক। কারণ এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলেই মহিলাদের উপরে অত্যাচার সবচেয়ে বেশি হচ্ছে।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৮:৩৫
Bansal proposes unprecedented Rally in Kolkata with one lakh women from across Bengal

—প্রতীকী চিত্র।

মহিলাদের নিয়ে অভিনব কর্মসূচির প্রস্তাব দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। মহিলা মুখ্যমন্ত্রীর পতনের ডাক দিতে কলকাতায় ‘লক্ষ মহিলার র‌্যালি’ করতে বললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চাকে। তবে ঘোষণা নয়, এই কর্মসূচির কথা প্রস্তাব আকারে পেশ করে শুভেন্দু অধিকারী-সহ অন্য নেতাদের তা বিবেচনা করতে বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনসল। পরে নিজের ভাষণে শুভেন্দুও জানিয়ে দিলেন যে, তিনি বনসলের বার্তা বুঝে নিয়েছেন।

জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে সোমবার রাজ্য মহিলা মোর্চা ‘নারী শক্তি সম্মেলন’-এর আয়োজন করেছিল। বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বনসল এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, মাফুজা খাতুন, মীনাদেবী পুরোহিত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই যে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে, বনসল তা শুরুতেই স্পষ্ট করে দেন। নির্বাচনের প্রস্তুতির জন্য আর ছ’মাস (পুজোর মাস এবং অন্যান্য উৎসব-অনুষ্ঠান বাদ দিয়ে) সময় রয়েছে বলে বনসল সকলকে মনে করিয়ে দেন। এই ছ’মাসে মহিলা মোর্চাকে কোন কোন জনসংযোগ কর্মসূচি হাতে নিতে হবে, তা উল্লেখ করার পরে বনসল বলেন, ‘‘আমি চাই ব্রিগেডে যেমন জনসভা হয়, সেই রকম ভাবে কলকাতায় এক লক্ষ মহিলার জমায়েত করা হোক। কারণ এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলেই মহিলাদের উপরে অত্যাচার সবচেয়ে বেশি হচ্ছে। তাই মহিলারাই পথে নেমে মুখ্যমন্ত্রীকে সরানোর ডাক দেবেন।’’ বনসল বলেন, ‘‘শুভেন্দুদা এখানে রয়েছেন। তিনি এবং অন্য নেতারা যদি আমার সঙ্গে সহমত হন, তা হলে আমার মনে হয় একটা কর্মসূচির ডাক দেওয়া যেতে পারে। জনসভা নয়। এক লক্ষ মহিলা সারা বাংলা থেকে এসে কলকাতার রাস্তায় নামবেন আর মহিলা মুখ্যমন্ত্রীর পতনের ডাক দেবেন।’’

বনসলের পরেই বলতে ওঠেন দেবশ্রী। তিনি বনসলের কথাকে সমর্থন তো করেনই, প্রস্তাবিত কর্মসূচিকে ‘মহিলা ব্রিগেড’ বলেও উল্লেখ করে দেন। সভায় উপস্থিত মহিলা মোর্চার পদাধিকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘যদি আমরা এক লক্ষ মহিলাকে নিয়ে এই মহিলা ব্রিগেড করতে পারি, তা হলে সেটা ঐতিহাসিক ব্রিগেড হবে। আপনারা যাঁরা আজ এখানে রয়েছেন, তাঁরা প্রত্যেকে ২০০ জন মহিলাকে আনতে পারলেই সংখ্যাটা এক লক্ষ ছাপিয়ে যাবে। আজ থেকেই খাতায় নাম লিখতে শুরু করুন, এই ২০০ জনকে আমি আনব।’’ মহিলা মোর্চাকে এই কর্মসূচিতে বিজেপির রাজ্য নেতৃত্ব সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও দেবশ্রী জানান।

শুভেন্দু এই কর্মসূচি সম্পর্কে নিজের ভাষণে আর বিশদে কিছু বলতে চাননি। তবে বনসলের প্রস্তাবমতো ‘মহিলা র‌্যালি’র আয়োজনে যে তাঁর সম্মতি রয়েছে, সে ইঙ্গিত শুভেন্দু দিয়ে দেন। তিনি বলেন, ‘‘সুনীলজির সংক্ষিপ্ত এবং কাজের কথাগুলো আমরা শুনে নিয়েছি বা আপনারাও বুঝে নিয়েছেন। সুনীলজি একটা গাইডলাইন দিয়ে গিয়েছেন, দেবশ্রীদি আপনাদের আরও একটু বেশি করে দায়িত্ব দিয়েছেন এবং লক্ষ্য বেঁধে দিয়েছেন।’’ এর চেয়ে বেশি আর শুভেন্দু বলেননি। তাঁর কথায়, ‘‘এখানে ক্যামেরা রয়েছে, তাই সাংগঠনিক বিষয়ে বলছি না।’’

বনসলের প্রস্তাব এবং শুভেন্দু-দেবশ্রীদের সম্মতির পর থেকেই বিজেপির অন্দরে এই অভিনব কর্মসূচি সম্পর্কে কৌতূহল তৈরি হয়েছে। লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রায় সব বড় রাজনৈতিক দলই ব্রিগেডে সমাবেশ করে শক্তিপ্রদর্শন করে। ২০২৬ সালের শুরুর দিকেও বিজেপি ব্রিগেড সমাবেশ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু সেই ব্রিগেড কি শুধু ‘মহিলা ব্রিগেড’ হতে চলেছে? এই প্রশ্নকে ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। বনসল যদিও ‘মহিলা ব্রিগেড’ কথাটি উচ্চারণ করেননি। তিনি বরং বলেছেন, ‘জনসভা নয়, মহিলা র‌্যালি’। কিন্তু দেবশ্রী নিজের ভাষণে ‘মহিলা ব্রিগেড’ বলায় কর্মসূচির চেহারা কেমন হতে পারে, তা নিয়ে কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে মহিলা মোর্চার এক রাজ্য স্তরের পদাধিকারীর কথায়, ‘‘ব্রিগেডেই হোক বা কলকাতার রাজপথে, লক্ষাধিক মহিলাকে নিয়ে কলকাতার বুকে এই কর্মসূচি যদি হয়, তা হলে তা সত্যিই ইতিহাস হয়ে থাকবে।’’

BJP Bengal bjp mahila morcha West Bengal Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy