ফের পথদুর্ঘটনায় মৃত্যু। বৃষ্টির মধ্যেই বাইকে চড়ে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে একটি গাড়ি আচমকা ধাক্কা মারে ওই দুই বাইক আরোহীকে। বাইক থেকে পড়ে গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কে পূর্ব বর্ধমানের ভাতাড় থানার ভুমশোর গ্রামের কাছে। খবর পেয়ে ভাতাড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সোমবার দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম নাসরিন খাতুন (১৯) এবং আরিফুদ্দিন শেখ ওরফে রোহন (১৮)। সম্পর্কে তাঁরা দেওর বৌদি। ভাতাড়ের রাধানগর গ্রামে নাসরিনের বাপেরবাড়ি। মাত্র মাসখানেক আগে পটনা গ্রামে নাসরিনের বিয়ে হয়। স্বামী বেসরকারি সংস্থায় কাজ করেন। বাইরে থাকেন। বিয়ের কয়েকদিন পরেই কর্মক্ষেত্রে ফিরে যান তাঁর স্বামী।
আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে নাসরিন দেওরের বাইকে চড়ে বাপের বাড়ি গিয়েছিলেন তাঁর শংসাপত্রগুলি আনার জন্য। তার পর শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় রাস্তায় ঝড়বৃষ্টি শুরু হয়। পটনা গ্রামের কাছাকাছি চলে আসায় বাইক না থামিয়েই রোহন দ্রুত বাইক চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। স্থানীয়রা জানান তখনই পিছন দিক থেকে একটি গাড়ি তাঁদের আচমকা ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়।