Advertisement
০৩ মে ২০২৪
Road Accident

আসানসোলে জাতীয় সড়কে বাইকের চাকা পিছলে রাস্তায়, তিন সওয়ারির উপর দিয়ে চলল যানবাহন, মৃত্যু

পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের পাশে একটি ধাবার লোকজনের কাছ থেকে খবর পেয়ে অচেতন অবস্থায় তিন যুবককে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

3 young men died in bike accident in Asansol

হাসপাতালে শোকার্ত পরিজনেরা। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ২৩:৫৫
Share: Save:

কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিন যুবক। একই বাইকে সওয়ারি তিন জনেরই মৃত্যু হল পথ দুর্ঘটনায়। মঙ্গলবার এ নিয়ে চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড় এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, কোনও ভাবে চাকা পিছলে বাইক নিয়ে রাস্তায় পড়েছিলেন তিন জন। তিন জনের উপর দিয়ে যানবাহন চলে যায়। ওই অবস্থায় দীর্ঘ ক্ষণ পড়েছিলেন তাঁরা। পরে পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কাউকেই প্রাণে বাঁচানো যায়নি।

পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের পাশে একটি ধাবার লোকজনের কাছ থেকে খবর পেয়ে অচেতন অবস্থায় তিন যুবককে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কিছু ক্ষণ পর অন্য জনও মারা যান।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দু’জনের বাড়ি ধাদকায়। এক জন মোহিশীলা কলোনির বাসিন্দা। তিন জনেরই বয়স ২৫ বছরের আশপাশে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাইকের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা হয়। উল্লেখ্য, ওই জায়গায় রাস্তা সারাইয়ের কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, বুধবার আসানসোল জেলা হাসপাতালের ময়নাতদন্তের পর দেহগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি, কী ভাবে এই দুর্ঘটনা হল, তার তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

patient death Asansol bike accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE