Advertisement
E-Paper

বেশি বই কিনলে মিলবে পুরস্কার

শুক্রবার আসানসোল পোলো গ্রাউন্ডে শুরু হল ৩৭তম বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে এসে বই কেনার অভ্যাস গড়ে তুলতে এ বার বিশেষ পুরস্কারের ঘোষণা করেন মেয়র জীতেন্দ্র তিওয়ারি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩০
শুরু হল বইমেলা। শুক্রবার।—নিজস্ব চিত্র।

শুরু হল বইমেলা। শুক্রবার।—নিজস্ব চিত্র।

বই মেলাকে সামনে রেখে পাঠকদের জন্য পুরস্কারের ঘোষণা করল আসানসোল পুরসভা। শুক্রবার আসানসোল পোলো গ্রাউন্ডে শুরু হল ৩৭তম বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে এসে বই কেনার অভ্যাস গড়ে তুলতে এ বার বিশেষ পুরস্কারের ঘোষণা করেন মেয়র জীতেন্দ্র তিওয়ারি। তিনি জানিয়েছেন, মেলা শেষে সবচেয়ে বেশি যিনি বই কিনবেন তাঁকে পুরসভা অতিরিক্ত ২৫ হাজার টাকার বই কিনে দেবে।

দ্বিতীয় ক্রেতাকে ১৫ হাজার ও তৃতীয়কে ১০ হাজার টাকার বই কিনে দেবে। পাশাপাশি, যে সমস্ত স্কুল, ক্লাব বা গ্রন্থাগার ১ লক্ষ টাকার উপরে বই কিনবে— পুরসভা তাদের অতিরিক্ত ১০ হাজার টাকার বই দেবে।

মেয়রের দাবি, বই কেনার প্রবণতা তৈরি ও উৎসাহ দিতেই এই পুরস্কার এ বার চালু করা হচ্ছে। পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, মেলার পরে মাঠের সংস্কার শুরু হচ্ছে। ক্রীড়া দফতর এ জন্য অনুদান দিয়েছে। প্রশাসন সূত্রে খবর, এ বারের মেলায় ৭০টি প্রকাশনী সংস্থা এসেছে। রয়েছে উর্দু ও হিন্দি বইয়ের প্রকাশনী সংস্থাও। মেলা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আসানসোল শহরে এ বারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

Book Fair Asansol Prize
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy