Advertisement
২০ এপ্রিল ২০২৪
Injury

গোষ্ঠী-সংঘর্ষে জখম ৫ মুলটিতে

তৃণমূলের অবশ্য দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
কাটোয়া শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ০৫:৪২
Share: Save:

গোষ্ঠী-সংঘর্ষে তেতে উঠল কাটোয়ার মুলটি গ্রাম। মঙ্গলবার সংঘর্ষে এক মহিলা-সহ দু’পক্ষের মোট পাঁচ জন জখম হন। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতেরা সকলেই তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত। সংঘর্ষের সময়ে বোমাবাজি হয় বলেও অভিযোগ। কাটোয়া থানার পুলিশ গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পিকেট বসানো হয়েছে।
তৃণমূলের অবশ্য দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেন, ‘‘মুলটি গ্রামের সংঘর্ষের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। পারিবারিক বিবাদে অশান্তি হয়েছে। গ্রামে শান্তি বৈঠক ডাকা হবে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে, এ নিয়ে কয়েকমাস ধরেই মুলটি গ্রামে তৃণমূল নেতা দোলাই শেখ ও ফজরুল রহমান শেখের অনুগামীদের মধ্যে বিবাদ চলছে। ফজরুল রহমান শেখের পরিবার এ দিন অভিযোগ করে, এ দিন সকালে আচমকা দোলাই শেখের দলবল বোমা, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ফজরুলের উপরে।

দোলাই শেখের অনুগামীদের পাল্টা অভিযোগ, দলের তরফে এলাকায় পঞ্চায়েতের কাজকর্ম তাঁদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। তাতেই হিংসায় ফজরুল রহমান শেখের দলবল তাঁদের উপরে হামলার চালিয়েছে। তাঁদের আরও দাবি, ফজরুল বিধানসভা ভোটের আগে বিজেপির হয়ে কাজ করেছিলেন। যদিও সে কথা অস্বীকার করেন ফজরুলের স্ত্রী আলিমা বিবি।
ফজরুল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে দোলাইয়ের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজ চলছে। গ্রামে টহল দেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Injury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE