Advertisement
E-Paper

সারা রাত অভিযানে ৬৫৩ বোমা

অপরাধ রুখতে জেলা জুড়ে রবিবার রাতভর বিশেষ অভিযান চালাল বর্ধমানের পুলিশ। জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিজির নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বর্ধমান সদর ছাড়াও গলসি থানায় দাঁড়িয়ে থেকে এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০১:৩৯

অপরাধ রুখতে জেলা জুড়ে রবিবার রাতভর বিশেষ অভিযান চালাল বর্ধমানের পুলিশ। জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিজির নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বর্ধমান সদর ছাড়াও গলসি থানায় দাঁড়িয়ে থেকে এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এই অভিযানে বিশেষ নজরদারি করা হয়েছিল হেলমেটহীন মোটরবাইকের আরোহীদের উপর। অভিযান শেষে জেলায় ৩৬৪২ জনের বিরুদ্ধে ট্র্যাফিক আইন লঙ্ঘন করার জন্য আইনানুগ ব্যবস্থাও নিয়েছে পুলিশ। এ ছাড়াও মঙ্গলকোট, মেমারি, খণ্ডঘোষ-সহ বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ ৬৫৩টি বোম উদ্ধার করেছে। মিলেছে ২৬টি অস্ত্র ও ২৮ রাউন্ড কার্তুজ। ১৫৪৬৮টি শব্দবাজি ও ১১২৩০ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। জুয়ার খেলার অপরাধে ৮৫ জনকে গ্রেফতার ও জুয়ার বোর্ড থেকে ১৮৩২৫টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও ৫ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সুপার বলেন, “আমি নিজে এই অভিযানে ছিলাম। গোটা জেলা জুড়ে ১১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ রুখতে অভিযান মাঝে-মধ্যেই চলবে।”

Burdwan Crude Bombs Bombs seized
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy