কলকাতায় চাকরির ইন্টারভিউ আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক যুবক। তার পর দু’-তিন দিন ধরে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যেরা। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের বদ্রীনাথে ওই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মৃতের নাম প্রীতম মজুমদার (২৭)। ওই যুবক পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইস্পাত নগরীর আবাসনে তাঁর মামা অতনু দাসের বাড়িতে থাকতেন।
যুবকের পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে কলকাতায় চাকরি করবে বলে বাড়িতে জানান প্রীতম। এক অফিসে ইন্টারভিউ আছে বলে কলকাতা যান তিনি। তার পর দু’তিন ধরে প্রীতমের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তাঁর পরিবার। মঙ্গলবার রাত ১টা নাগাদ উত্তরাখণ্ডের জশিমঠের পুলিশ তাঁদের ফোন করে জানান উত্তরাখণ্ডের বদ্রীনাথে প্রীতমের মৃতদেহ পাওয়া গিয়েছে। যুবকের পরিবারকে সেখানে আসতে বলে পুলিশ। প্রীতমের মামা প্রথমে বিষয়টি বিশ্বাস করেননি। পরে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে জানতে পারেন ঘটনার সত্যতা। ঠিক কী কারণে বাড়িতে মিথ্যা কথা বলে প্রীতম উত্তরাখণ্ডে গেলেন তা অস্পষ্ট পরিবারের কাছে। কী কারণে হঠাৎ এমন ঘটনা ঘটল তা-ও বুঝতে পারছে না যুবকের পরিবার।
অতনু জানান, প্রীতম মামার বাড়িতেই মানুষ।তিনি বলেন, “প্রীতম অর্থনীতিতে স্নাতক পাশ করেছে। বর্ধমানে মনের মত চাকরি পায়নি। তা-ই প্রাইভেট টিউসন পড়াত। কলকাতায় ভাল চাকরি করার নাম করে দিন কয়েক আগে সেখানে যায়। কী ভাবে এ রকম ঘটনা ঘটল বুঝতে পারছি না।”
অতনু প্রীতমের দেহ আনতে উত্তরাখণ্ডে রওনা দিয়েছেন। সেখানে গেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছেন পরিবারের সদস্যেরা।