Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Dog

বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার ‘অপরাধ’, রানিগঞ্জে বাঁশ দিয়ে পিটিয়ে খুন কুকুর

ঘটনা নিয়ে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে এক পশুপ্রেমী সংগঠন।

পিটিয়ে মারা হয়েছে কুকুরকে।

পিটিয়ে মারা হয়েছে কুকুরকে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১০:৩৬
Share: Save:

এক কুকুর পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল রানিগঞ্জের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা নিয়ে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে এক পশুপ্রেমী সংগঠন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ অশোকপল্লীতে।

বুধবার রাতের দিকে বৃষ্টি পড়ছিল। ওই কুকুরটি বৃষ্টি থেকে বাঁচার জন্য এক ব্যক্তির বাড়ির দরজার কাছে বসেছিল। দরজার সামনে যাতে না বসে সে জন্য ওই ব্যক্তি কুকুরটিকে বাঁশ দিয়ে পিটিয়ে মারে। বারবার বাঁশ দিয়ে মারার জেরেই কুকুরটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং তদন্ত শুরু করে। বৃহস্পতিবার ওই কুকুরের ময়নাতদন্তও করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

ঘটনা নিয়ে পশুপ্রেমী সংগঠনের সভাপতি সৌরভ মুখোপাধ্যায় বলেছেন, ‘‘এ ভাবে পশুদের পিটিয়ে মারা অপরাধ। পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক। এবং দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি দিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dog Raniganj Beaten to death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE