২৪ ঘণ্টার মধ্যে ফের অবৈধ ভাবে কেটে নেওয়া কাঠ বোঝাই পিক-আপ ভ্যান আটক করল বন দফতর। শনিবার বারাবনির পানিফলা লাগোয়া এলাকার ঘটনা। দফতরের দাবি, চালক কাঠের বৈধ কাগজ দেখাতে পারেননি। বন দফতরের আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের আধিকারিক সঞ্জয় পতি জানান, শুক্রবার বারাবনির লালগঞ্জে গাছের গুঁড়ি বোঝাই পিক-আপ ভ্যান ধরা হয়। এ দিন সকালে পানিফলা লাগোয়া এলাকায় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ওই ভ্যানটি আটক করেন বনকর্মীরা। ডিএফও (দুর্গাপুর) বুদ্ধদেব মণ্ডল বলেন, “অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।” বনকর্তারা জানান, গাছের গুঁড়ি ও চেরাই কাঠগুলি কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)