Advertisement
০২ মে ২০২৪
Wood Smuggling

ফের অবৈধ কাঠ বোঝাই ভ্যানআটক বারাবনিতে

বন দফতরের আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের আধিকারিক সঞ্জয় পতি জানান, শুক্রবার বারাবনির লালগঞ্জে গাছের গুঁড়ি বোঝাই পিক-আপ ভ্যান ধরা হয়।

পানিফলা লাগোয়া এলাকা থেকে এই ভ্যানটিই আটক করে বন দফতর।

পানিফলা লাগোয়া এলাকা থেকে এই ভ্যানটিই আটক করে বন দফতর। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ০৯:০১
Share: Save:

২৪ ঘণ্টার মধ্যে ফের অবৈধ ভাবে কেটে নেওয়া কাঠ বোঝাই পিক-আপ ভ্যান আটক করল বন দফতর। শনিবার বারাবনির পানিফলা লাগোয়া এলাকার ঘটনা। দফতরের দাবি, চালক কাঠের বৈধ কাগজ দেখাতে পারেননি। বন দফতরের আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের আধিকারিক সঞ্জয় পতি জানান, শুক্রবার বারাবনির লালগঞ্জে গাছের গুঁড়ি বোঝাই পিক-আপ ভ্যান ধরা হয়। এ দিন সকালে পানিফলা লাগোয়া এলাকায় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ওই ভ্যানটি আটক করেন বনকর্মীরা। ডিএফও (দুর্গাপুর) বুদ্ধদেব মণ্ডল বলেন, “অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।” বনকর্তারা জানান, গাছের গুঁড়ি ও চেরাই কাঠগুলি কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asansol Barabani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE