Advertisement
১৯ মে ২০২৪

দুর্ঘটনায় মৃত্যুতে অশান্তি

স্কুলবাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার অশান্ত হল আসানসোলের কালিপাহাড়ি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম তাপস দে (৪৩)। দেহ রাস্তায় ফেলে রেখে অবরোধ করেন বাসিন্দারা।

কালিপাহাড়িতে অবরোধ। সোমবারের নিজস্ব চিত্র।

কালিপাহাড়িতে অবরোধ। সোমবারের নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০০:৪০
Share: Save:

স্কুলবাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার অশান্ত হল আসানসোলের কালিপাহাড়ি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম তাপস দে (৪৩)। দেহ রাস্তায় ফেলে রেখে অবরোধ করেন বাসিন্দারা। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পরে পুলিশ গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ তাপসবাবু তাঁর আট বছরের মেয়েকে সাইকেলে চড়িয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন। তিনি কালিপাহাড়ি মোড় ধরে এগোচ্ছিলেন। সামনে একটি স্কুলবাসও ধীর গতিতে এগোচ্ছিল। হঠাৎই বাসটির পিছনের দরজা খুলে দেওয়া হয়। তাপসবাবু সাইকেল নিয়ে প্রথমে সেই দরজায় সজোরে ধাক্কা মরেন। টাল সামলাতে না পেরে পড়ে যান। তখন বাসের পিছনের চাকাতেই চাপা পড়ে যান তিনি। তাঁর মেয়ে দূরে ছিটকে পড়ে। তার মাথায় সামান্য চোট লেগেছে।

দুর্ঘটনার খবর পেয়েই আশাপাশের বাসিন্দারা ছুটে যান। ভয় পেয়ে পড়ুয়ারা স্কুল বাসটি থেকে নেমে পড়ে। এর কিছুক্ষণ পরেই ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দেহ রাস্তায় রেখে অবরোধ শুরু হয়। বাসিন্দারা ক্ষতিপূরণের দাবি জানান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসিএল কর্তৃপক্ষ সংস্থার কর্মীদের ছেলেমেয়েদের স্কুলে আনা নেওয়ার জন্য এই স্কুলবাসটি ভাড়া নিয়েছে। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ ক্ষতিপূরণের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ বাসটির চালককে আটক করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident death unrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE