Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আবারও দুর্ঘটনা জাতীয় সড়কে

আবারও দুর্ঘটনা হল এনএইচ ২ বি সড়কে। রবিবার আউশগ্রামের ফতেপুরের কাছে ওই দুর্ঘটনায় কোনও প্রাণহানি না হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক মোটরবাইক চালক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মোটরবাইককে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় ধান বোঝাই একটি ট্রাক।

নিজস্ব সংবাদদাতা
আউশগ্রাম শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ০০:০০
Share: Save:

আবারও দুর্ঘটনা হল এনএইচ ২ বি সড়কে। রবিবার আউশগ্রামের ফতেপুরের কাছে ওই দুর্ঘটনায় কোনও প্রাণহানি না হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক মোটরবাইক চালক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মোটরবাইককে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় ধান বোঝাই একটি ট্রাক।

স্থানীয় বাসিন্দা ডালিম খান, আজমত খানরা জানান, ভেদিয়া থেকে বর্ধমানের দিকে খুব জোরে ট্রাকটি আসছিল। উল্টো দিক দিয়ে মোটরবাইকে দু’জন ভেদিয়ার দিকে যাচ্ছিল। ফতেপুরের এক বাঁকের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছুটা দূরে গিয়েই উল্টে যায়। স্থানীয়রাই প্রথমে চালককে উদ্ধার করেন। পরে গুসকরা ফাঁড়ির পুলিশ এলে চালককে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। এই দুর্ঘটনা ফের জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে দিল। দুর্ঘটনায় রাশ টানতে আউশগ্রাম ১ ব্লক অফিসে সম্প্রতি পুলিশ ও প্রশাসনের মধ্যে বৈঠক হয়। তাতে একাধিক সিদ্ধান্ত হলেও কাজের কাজ যে কিছুই হয়নি এ দিনের ঘটনায় তা ফের প্রমাণিত হল।

জাতীয় সড়ক সংলগ্ন বাসিন্দাদের অভিযোগ, একটি বাঁকের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রাণহানিও হয়। দিন কুড়ি আগেও এখানে দু’জনের মৃত্যু হয়। ওই এলাকায় দুটি হাম্প করার দাবিও উঠেছে। বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

National Highway Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE