চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের সিটি সেন্টারের এক নার্সিংহোমের বিরুদ্ধে। পুলিশ জানায়, মৃতার নাম কাকলি গায়েন (৪৩)। বাড়ি, কবিগুরু এলাকায়। মৃতার দাদা রাজেন্দ্রনাথ ভট্টাচার্যের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রায় দশ দিন আগে থানায় অভিযোগ দায়ের করার পরেও পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।
গত ২৫ সেপ্টেম্বর কাকলিদেবী জ্বরে আক্রান্ত হন। ৩০ সেপ্টেম্বর তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়।
কিন্তু পরিবারের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় কাকলিদেবীকে ভর্তি নেওয়া সম্ভব নয় বলে ওই হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়। এর পরে গত ১ অক্টোবর ওই মহিলাকে ভর্তি করানো হয় সিটি সেন্টারের ওই নার্সিংহোমে। অভিযোগ, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না। নার্সিংহোমেরই কর্মী কোনও এক চিকিৎসককে ফোন করে কাকলিদেবীর চিকিৎসা করেন বলে অভিযোগ।
রাজেন্দ্রনাথবাবুর অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসক এক বারও বোনকে দেখতে আসেননি। ওই মহিলার শারীরিক অবস্থায় অবনতি ঘটলে তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৪ নভেম্বর সকাল ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
রাজেন্দ্রনাথবাবু জানান, পারলৌকিক কাজকর্মের পরে ১৬ নভেম্বর দুর্গাপুর থানায় নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়। তিনি বলেন, ‘‘পুলিশ এ পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।’’ পুলিশ অবশ্য জানায়, প্রাথমিক তদন্তের পরে অভিযোগপত্রটি পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরে। নার্সিংহোমের তরফে কৃপাসিন্ধু সিংহ বলেন, ‘‘অভিযোগ ভিত্তিহীন। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই চিকিৎসা হয়েছে। উনি দীর্ঘদিন জ্বরে ভুগছিলেন। তাই নানা উপসর্গ দেখা গিয়েছিল।’’