Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সিটুর বিক্ষোভ

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে রবিবার সকাল ১০টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কের উপর পঞ্জাবি মোড়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচী পালন করল সিটু। মিনিট দশেকের ওই অবস্থানের জেরে বেশকিছু যানবাহন আটকে পড়ে। সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী বলেন, ‘‘কয়লা খনি বেসরকারিকরণ, ঠিকা শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন না দেওয়া-সহ কেন্দ্র ও রাজ্যের বএকাধিক নীতির বিরুদ্ধে এ দিন প্রতিবাদ জানানো হয়।

চলছে অবরোধ। —নিজস্ব চিত্র।

চলছে অবরোধ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০০:৩৯
Share: Save:

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে রবিবার সকাল ১০টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কের উপর পঞ্জাবি মোড়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচী পালন করল সিটু। মিনিট দশেকের ওই অবস্থানের জেরে বেশকিছু যানবাহন আটকে পড়ে। সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী বলেন, ‘‘কয়লা খনি বেসরকারিকরণ, ঠিকা শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন না দেওয়া-সহ কেন্দ্র ও রাজ্যের বএকাধিক নীতির বিরুদ্ধে এ দিন প্রতিবাদ জানানো হয়।’’ তা ছাড়া সংগঠনের ৪৬-তম প্রতিষ্ঠা দিবসও পালন করা হয় বলে জানান বংশবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

agitation raniganj citu bangsogopal chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE