Advertisement
১১ মে ২০২৪
Panchayet

TMC: আবাস প্রকল্পে মৃতকে ঘর! অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ কালনার পঞ্চায়েতে

বাংলা আবাস যোজনায় ঘর পেয়েছেন মৃত ব্যক্তি। সেই টাকা হাতানোর অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।

বিডিওর কাছে অভিযোগ গ্রাহকদের।

বিডিওর কাছে অভিযোগ গ্রাহকদের। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৫:২৮
Share: Save:

বাংলা আবাস যোজনায় ঘর পেয়েছেন মৃত ব্যক্তি! আর সেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এই ঘটনা পূর্ব বর্ধমানের কালনার নান্দাই পঞ্চায়েতের। বিষয়টি নিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা।
কালনার দুপসা এলাকার বাসিন্দা শিখা মধুর অভিযোগ, তাঁর বাবা মহাদেব মধুর নামে একটি ঘরের বরাত এসেছে। কিম্তু তাঁরা সেই ঘর পাননি। শিখা বলেন, ‘‘ঘর পাইনি। সেই টাকা কে তুলে নিয়েছে তা-ও আমি বুঝতে পারছি না।’’

একই অভিযোগ নান্দাই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুশীলা বিশ্বাসের। অভিযোগ, তাঁর স্বামী ধনঞ্জয় বিশ্বাস মারা যাওয়ার পর কে বা কারা সেই টাকা আত্মসাৎ করেছে। এ নিয়ে মঙ্গলবার কালনা এক নম্বর ব্লকের বিডিও সেবান্তি বিশ্বাসের দ্বারস্থ হন সকলে। ঘটনার পিছনে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তাঁরা।

বাবর মোল্লা নামে এক অভিযোগকারী বলেন, ‘‘পঞ্চায়েত সদস্যেরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেবে বলে সমস্ত কাগজপত্র নিয়েছিল। অ্যাকাউন্ট খোলার পর ব্যাঙ্কের পাশবই পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। পরে আমরা জানতে পেরেছি, এটিএম কার্ড পর্যন্ত পঞ্চায়েত সদস্যেরা নিজেদের কাছে রেখে দিয়েছেন। এর সঙ্গে ব্যাঙ্কও জড়িত আছে বলে মনে হয়।’’

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। সেবান্তির কথায়, ‘‘বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। একটি মনিটরিং টিম পুরো বিষয়টি দেখছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’

পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডুর কথায়, ‘‘বিষয়টি শুনেছি। বিডিও তদন্ত শুরু করেছেন। দুর্নীতির সঙ্গে কোন আপস নয়। অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panchayet TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE