বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার বেড থেকে পড়ে গিয়ে মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠেছে। কর্তব্যরত আয়া ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতেই বেড থেকে পড়ে গিয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার বিষয়ে পরিবারের তরফে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে গাফিলতিতে মৃত্যুর ধারায় মামলা রুজু করেছে থানা। থানার এক অফিসার বলেন, ‘‘মৃতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্র নির্দিষ্ট ধারায় কেস রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
হার্নিয়ার অপারেশনের জন্য আরতি সাউ (৬৫)-কে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। জরুরি বিভাগের দোতলায় সিবিএস ওয়ার্ডে রেখে তাঁর চিকিৎসা চলছিল। রবিবার রাতে পরিবারের লোকজনকে ফোন করে হাসপাতাল থেকে বৃদ্ধার মৃত্যুসংবাদ দেওয়া হয়। পরিবারের লোকজন ওয়ার্ডে গিয়ে খোঁজখবর করেন। অন্য রোগী এবং তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, বেড থেকে পড়ে গিয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনার সময় বৃদ্ধার কাছে কোনও আয়া ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওয়ার্ডের ইনচার্জ ও আয়ার অবহেলা এবং কর্তব্যে গাফিলতির অভিযোগে বৃদ্ধা বেড থেকে পড়ে যান বলে পরিবারের অভিযোগ। এ বিষয়ে মৃতার আত্মীয় বিশাখা মণ্ডল থানায় অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’