কারখানায় ঢুকে মেরে ম্যানেজারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল আসানসোল পুরনিগমের বিদায়ী কাউন্সিলর বাঁটুল রজক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও মারধর ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন বাঁটুল।
আসানসোলের ওই বেসরকারি কারখানার কর্মী মনোহর দোকানিয়া ও প্রসুন হালদার জানিয়েছেন, ৩ নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পর তাঁদের বরখাস্ত করা হয়। তাঁদের পুনর্বহালের দাবিতে স্থানীয় তৃণমূল নেতা বাঁটুল রজক তাঁর অনুগামীদের নিয়ে কারখানায় আসেন। আলোচনার সময়ই একজন কারখানার ম্যানেজারের মাথায় সজোরে লাঠি মারেন। মাথা ফেটে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
মারধর ও ভাঙচুর ঘটনার খবর যায় জামুরিয়া থানায়। পুলিশ বাঁটুলের ৩ অনুগামীকে গ্রেফতার করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে এসিপি সেন্ট্রাল তথাগত পাণ্ডে জানান, কাউন্সিলর বাঁটুল রজক-সহ ১২ জনের নামে মামলা করেছেন কারখানা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ৩ জন গ্রেফতার হয়েছেন। তদন্ত চলছে।