Advertisement
২০ এপ্রিল ২০২৪

জেলা সভাপতি অপূর্ব, কমিটিতেই নেই জিতেন্দ্র

জিতেন্দ্রবাবুকে প্রশাসক বোর্ডের সদস্যও করা হয়নি।

আসানসোলে মলয় ঘটক ও অপূর্ব মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

আসানসোলে মলয় ঘটক ও অপূর্ব মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০২:০০
Share: Save:

দলের জেলা সভাপতির পদ আগে নিজেই ছেড়েছিলেন। রবিবার তৃণমূলের তরফে পশ্চিম বর্ধমান জেলার যে নতুন কমিটি ঘোষণা হল, তাতে রাখাই হল না জিতেন্দ্র তিওয়ারিকে। জেলা সভাপতির দায়িত্ব পেলেন দুর্গাপুরের প্রবীণ নেতা অপূর্ব মুখোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান মলয় ঘটক এ দিন কমিটি ঘোষণা করেন।

দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রাক্তন জেলা সভাপতি জিতেন্দ্রবাবু বলেন, ‘‘অপূর্ববাবু অভিজ্ঞ রাজনীতিবিদ। অতীতে তিনি জেলা সভাপতি ছিলেন। আমি তাঁর নেতৃত্বে কাজ করেছি। আমার বিশ্বাস, তাঁর নেতৃত্বে আগামী বিধানসভা ভোটে আমরা জেলার ন’টি আসনই দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) উপহার দেব। তিনি যে ভাবে আমাকে কাজে লাগাতে চাইবেন, সে ভাবেই কাজ করব।’’ আসানসোল উত্তরের বিধায়ক মলয়বাবুর বক্তব্য, ‘‘জিতেন্দ্র এখনও দলেরই বিধায়ক। কমিটিতে থাকা বা না থাকা গৌণ।’’

১৭ ডিসেম্বর দলের সমস্ত পদ ছেড়ে রাজ্য নেতৃত্বকে চিঠি দেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্রবাবু। সে দিনই তিনি আসানসোল পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়ে চিঠি পাঠান রাজ্যের যুগ্ম সচিবের কাছে। এর পরে জিতেন্দ্রবাবুর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু নিজের অবস্থান পরিষ্কার করে জিতেন্দ্রবাবু দাবি করেন, দলের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তিনি তৃণমূলেই রয়েছেন।

এর পরে ৯ জানুয়ারি আসানসোল পুরসভার প্রশাসক বোর্ডের নতুন চেয়ারম্যান মনোনীত হন পুরসভার বিদায়ী অধ্যক্ষ অমরনাথ চট্টোপাধ্যায়। জিতেন্দ্রবাবুকে প্রশাসক বোর্ডের সদস্যও করা হয়নি। রবিবার দলের আসানসোলে তৃণমূলের জেলা কার্যালয়ে মলয়বাবু তৃণমূলের নতুন জেলা কমিটি ঘোষণা করেন। জেলা সভাপতি হিসেবে অপূর্ব মুখোপাধ্যায়ের নাম ঘোষণার পাশাপাশি কিছু রদবদলের কথাও জানান তিনি। তিনি বলেন, ‘‘রাজ্য নেতৃত্ব জেলা সভাপতি পদে অপূর্ববাবুর মতো এক জন অভিজ্ঞ ব্যক্তিকে মনোনীত করেছেন, তা আনন্দের বিষয়। আমরা সবাই তাঁর নেতৃত্বে কাজ করব।’’

মলয়বাবু আরও জানান, রাজ্য নেতৃত্বের ইচ্ছে অনুযায়ী দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের জন্য বিশ্বনাথ পাড়িয়ালকে কো-অর্ডিনেটর করা হয়েছে। রানিগঞ্জ, জামুড়িয়ার জন্য দলের শ্রমিক নেতা হরেরাম সিংহ, আসানসোল উত্তর ও দক্ষিণের জন্য ভি শিবদাসন, বারাবনি ও কুলটি বিধানসভার জন্য উজ্জ্বল চট্টোপাধ্যায়কে কো-অর্ডিনেটর করা হয়েছে। এ ছাড়া, জেলায় দলের মুখপাত্র হিসেবে থাকছেন তাপস বন্দ্যোপাধ্যায় ও অশোক রুদ্র।

জেলা সভাপতির পদে দায়িত্ব নেওয়ার পরে অপূর্ববাবু বলেন, ‘‘মলয়-সহ আরও যাঁদের আমার কমিটিতে পেয়েছি, সকলকে নিয়েই আগামী দিনে কাজ করে যেতে চাই। আমি মনে করি যাঁরা সত্যিকারের তৃণমূল করেন, তাঁরা কখনও দল ছেড়ে যাবেন না। মাঝেমধ্যে কেউ কেউ নিজের গুরুত্ব বাড়াতে কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন। আমি চাই, তাঁদের কোনও অভিযোগ থাকলে, জেলা নেতৃত্বকে জানান।’’ জিতেন্দ্র প্রসঙ্গে অপূর্ববাবু দাবি করেন, ‘‘জিতেন্দ্র দলের সক্রিয় বিধায়ক। একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই তিনি কোনও পদে নেই। কিন্তু তা দলের হয়ে কাজ করার ক্ষেত্রে কোনও বাধা নয়।’’ বিধায়ক জিতেন্দ্রবাবু বলেন, ‘‘অন্য যাঁরা দায়িত্বে এসেছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা জানাই। অপূর্ববাবুর নেতৃত্বে দলের ভাল কাজ হবে। তাঁকে সব রকম ভাবে সাহায্য করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE