গোপালপুর ইউসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার জিতল আসানসোল রয়্যাল। গোপালপুর মাঠে তারা ১-০ গোলে হারায় নিয়ামতপুর একাদশকে। খেলা পরিচালনা করেন, অমর বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ মারাণ্ডি ও বিপুল বড়ুয়া।
গোপালপুর ইউসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার জিতল আসানসোল রয়্যাল। গোপালপুর মাঠে তারা ১-০ গোলে হারায় নিয়ামতপুর একাদশকে।
গোপালপুর ইউসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার জিতল আসানসোল রয়্যাল। গোপালপুর মাঠে তারা ১-০ গোলে হারায় নিয়ামতপুর একাদশকে। খেলা পরিচালনা করেন, অমর বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ মারাণ্ডি ও বিপুল বড়ুয়া।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy