সাংসদ তহবিলের টাকায় হওয়া রানিগঞ্জের রামবাগান থেকে পঞ্জাবি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার সংস্কার রবিবার সকালে আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের এক দল কর্মীর বিরুদ্ধে। স্থানীয় বিধায়ক সোহরাব আলির অভিযোগ, ‘‘কোনও বিধি না মেনে ওই রাস্তার সংস্কার চলায় স্থানীয় বাসিন্দারা কাজ আটকান।’’ তবে এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এলাকা পরিদর্শনে আসেন সাংসদ বাবুল সুপ্রিয়। স্থানীয় বাসিন্দাদের বাবুল বলেন, ‘‘সাংসদ তহবিলের থেকে টাকা বরাদ্দ করা হলেও গোটা কাজটি করছে স্থানীয় প্রশাসন। রাস্তার কাজ ঠিকঠাক চলছে কি না তা দেখার দায়িত্ব আপনাদের।’’ ঘটনাস্থলে উপস্থিত রানিগঞ্জের পুলিশকে তিনি অনুরোধ করেন, ‘‘কোনও রঙ না দেখে যাতে রাস্তার কাজ ফের শুরু করা যায় তার ব্যবস্থা করুন।’’