সকাল থেকে ব্যারিকেডে ঘেরা এলাকা। পুলিশে ছয়লাপ চত্বর। বাইরে থেকে লোকজন ঢুকতে গেলে আগে জিজ্ঞাসাবাদ করে ও নথিপত্র দেখে ছাড়া হচ্ছে। সোমবার সকাল থেকে দুর্গাপুর মহকুমাশাসকের দফতরে মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে ছবিটা ছিল এই রকমই। তবে তা সত্ত্বেও বাধা দেওয়া, মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা, প্রার্থীকে মারধরের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিরোধীদের।
শনিবার তৃণমূলের মহিলা বাহিনী বিরোধীদের মনোনয়ন দিতে অফিসে ঢুকতে বাধা দিয়েছিল বলে অভিযোগ। বিজেপির উপরে হামলার অভিযোগও উঠেছিল। এ দিন সকাল থেকে অবশ্য এলাকায় কড়া পুলিশি পাহারা ছিল। তৃণমূলের কয়েকজন ভিতরে ঢুকতে দেওয়ার দাবি জানালে পুলিশ আটকে দেয়। সে নিয়ে বচসাও বাধে। পরে ব্যারিকেডের বাইরেই ছড়িয়ে-ছিটিয়ে অপেক্ষা করেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
শাসক-বিরোধী, সব পক্ষের প্রার্থী ও প্রস্তাবকেরা ভবনের তিন তলায় মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে উঠে যান নির্বিঘ্নেই। অভিযোগ, সমস্যা হয়েছে তার পরেই। শাসকদলের প্রার্থীরা নির্বিঘ্নে মনোনয়ন জমা দিলেও বিরোধী প্রার্থীদের পদে-পদে বাধার মুখে পড়তে হয়েছে।