উত্তরাখণ্ডে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া পর্যটকদের উদ্ধারকাজে চূড়ান্ত প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ করলেন এক মৃতার স্বামী। তাঁর দাবি, দুর্ঘটনার চার ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু করে উত্তরাখণ্ড প্রশাসন। এমনকি, উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলেও প্রথম দিন সেখানে ওষুধ পাননি তাঁরা। পাহাড়ি এলাকায় পর্যটকদের গাড়িতে উত্তরাখণ্ড সরকারের নজরদারির ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলেও দাবি তাঁর।
শনিবার দুপুরে উত্তরাখণ্ডে মৃত পাঁচ বাঙালি পর্যটক কিশোর ঘটক (৫৯), শ্রাবণী চক্রবর্তী (৫৫), সুব্রত ভট্টাচার্য (৬১), চন্দনা ভট্টাচার্য খান (৬৪) এবং রুনা ভট্টাচার্য (৫৬)-র দেহ আনা হয় দুর্গাপুর এবং রানিগঞ্জ-আসানসোল শিল্পাঞ্চলে তাঁদের বাড়িতে। দুর্গাপুজোর পর ২১ অক্টোবর উত্তরাখণ্ডে বে়ড়াতে গিয়েছিলেন ওই পাঁচ জন-সহ ৩০ পর্যটক। বুধবার, ২৭ অক্টোবর উত্তরাখণ্ডের মুন্সিয়ারি ঘোরাঘুরি করে কৌশানি ফেরার পথে পর্যটকদের দু’টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িগুলি খাদের নদীতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরদের। আহত হন ১৫ জন।
এই ঘটনায় উত্তরাখণ্ড প্রশাসনকেই দুষেছেন চন্দনার স্বামী দীপু। তিনি নিজেও আহত হয়েছেন। দীপুর অভিযোগ, ‘‘গাড়ির ব্রেক ফেল না হলে এই দুর্ঘটনা হয় না। ঘটনার দিন আমাদের গাড়ির ক্লাচপ্লেট আগে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। ড্রাইভারকে ক্লাচপ্লেট বদলানোর কথা বলেও লাভ হয়নি। ড্রাইভার বলেছিলেন, 'নৈনিতালে গিয়ে ক্লাচপ্লেট বদল করব।' পাহাড়ি রাস্তায় সামনের গাড়ি মোড় ঘুরতেই উল্টে যায়। আমাদের গা়ড়ি ব্রেক কষলেও সেটি থামেনি। পিছনের গাড়ির ধাক্কায় সেটি গিয়ে পড়ে খাদের নদীতে। আমরা গাড়ির মাঝখানে ছিলাম। তার গেট ভেঙে তিন জন খাদের নদীতে পড়েছিলাম। বাকিরা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান। পর্যটকদের জন্য ব্যবহৃত গাড়িগুলি পুরনো হলেও সে বিষয়ে উত্তরাখণ্ড প্রশাসনের নজরদারি নেই। দুর্ঘটনার চার ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সারা দিন ওষুধ পাইনি। পরে দিল্লিতে গিয়ে নিজের টাকায় ক্ষতে ব্যান্ডেজ করিয়েছি।’’