Advertisement
১৯ মে ২০২৪

অফিস ফেরত পেল বিজেপি

আদালতের নির্দেশে দখল কার্যালয় ফেরত পেলেন বারাবনির বিজেপি নেতা। বৃহস্পতিবার সকালে কন্যাপুর ফাঁড়ির পুলিশ তালা খুলে ওই কার্যালয় বিজেপি নেতা অমল রায়কে হস্তান্তর করে।

কার্যালয় হস্তান্তর। নিজস্ব চিত্র

কার্যালয় হস্তান্তর। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০১:৪৯
Share: Save:

আদালতের নির্দেশে দখল কার্যালয় ফেরত পেলেন বারাবনির বিজেপি নেতা। বৃহস্পতিবার সকালে কন্যাপুর ফাঁড়ির পুলিশ তালা খুলে ওই কার্যালয় বিজেপি নেতা অমল রায়কে হস্তান্তর করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাবনি নুনি গ্রামের বাসিন্দা অমলবাবু এক সময়ে তৃণমূলের নেতা ছিলেন। ২০১০ সালে তিনি এলাকায় একটি তৃণমূল কার্যালয় গড়েন। ২০১৪ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তার পরেই ওই কার্যালয়টি নিয়ে বিবাদ শুরু হয়। অমলবাবু বলেন, ‘‘কার্যালয়ের জমি আমার নিজের। দলিলও আমার নামে। আমার রাজনৈতিক কাজকর্মের সুবিধায় সেটি তৈরি করি। আমি বিজেপিতে যাওয়ার পরেও সেটি আমারই সম্পত্তি।’’ কিন্তু তিনি সেখানে বসতে গেলে এক দল তৃণমূল সমর্থক ঢুকতে বাধা দেয় বলে তাঁর অভিযোগ। সে নিয়ে বিবাদে পরিস্থিতি অশান্ত হয়। সামাল দিতে পুলিশের বড় বাহিনী নামাতে হয়। পরে দু’পক্ষকেই সরিয়ে কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দিয়েছিল পুলিশ।

এর পরেই কার্যালয় ফেরত পেতে কলকাতা হাইকোর্টে মামলা করেন অমলবাবু। প্রায় আড়াই বছর পরে সম্প্রতি আদালত ওই কার্যালয় অমলবাবুকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। বৃহস্পতিবার সকালে কার্যালয়ের তালা খোলে পুলিশ। অমলবাবুর ছেলে তথা বিজেপির বারাবনি ব্লক সভাপতি অরিজিৎ রায় বলেন, ‘‘তৃণমূল চক্রান্ত করেছিল। কিন্তু ধোপে টেকেনি। আদালতের রায়ে আমরা খুশি।’’

তৃণমূলের আসানসোল জেলা কার্যকরি সম্পাদক পাপ্পু উপাধ্যায়ের অবশ্য বক্তব্য, ‘‘কার্যালয় দখল করা আমাদের কাজ নয়। এই ঘটনার সঙ্গে আমরা কোনও ভাবেই জড়িত নই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Party office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE