প্রতীকের ফর্ম নিয়ে কেটে পড়েছেন দলেরই এক নেতা। সেই ঘটনার পর শনিবার আরও এক ধাপ একদল বিজেপি নেতা-কর্মী কাটোয়ায় দলের প্রার্থী অনিল দত্তের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করলেন। বিক্ষোভকারী দের একটাই দাবি, প্রার্থী না পসন্দ। সরতে হবে তাঁকে।
শনিবার সকাল ১০টা নাগাদ কাটোয়ার আতুহাটপাড়ায় অনিলবাবুর বাড়ির সামনে আচমকা জনা পঞ্চাশ বিজেপি কর্মী-সমর্থক রীতিমতো পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন। বাড়ির সামনে বসেই তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘‘অনিল তোমায় আমরা মানছি না, মানবো না।’’ এ দিনের বিক্ষোভে কাটোয়া, দাঁইহাট, কাটোয়া ১ ও ২ ব্লকের নগর মণ্ডল কমিটির সভাপতিরাও উপস্থিত ছিলেন।
ঘটনার সূত্রপাত শুক্রবার। ওই দিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন অনিলবাবু। আচমকা কাটোয়া নগর মণ্ডল কমিটির সভাপতি অচিন্ত্য ঘোষ দলের প্রতীক দেওয়া ‘বি’ ফর্মটা নিয়ে কেটে পড়েন বলে অভিযোগ অনিলবাবুর। তারপর থেকে গরু খোঁজা করেও সে দিন আর মনোনয়ন জমা দেওয়া হয়নি। দলের অন্দরের খবর, অনিল-অচিন্ত্য সম্পর্ক আদায়-কাঁচকলায়। গত বছর কাটোয়া পুরভোটের আগে দলের তহবিল তছরুপের অভিযোগ উঠেছিল অনিলবাবুর বিরুদ্ধে। কাছাড়ি রোডের দফতরের ভিতর তাঁকে মারধর ও আটকে রাখার ঘটনাও ঘটে। কয়েক মাস পরেই অচিন্ত্যবাবু শহর সভাপতি হন। এ বার ভোটে অনিল দত্ত যাতে প্রার্থী না হন, তার জন্য তিনি উঠেপড়ে লেগেছিলেন বলে অনিল-অনুগামীদের দাবি।
এ দিনও অচিন্ত্যবাবু বলেন, ‘‘অনিলবাবুকে প্রার্থী হিসেবে মানছি না। রাজ্য ওনাকে মনোনয়ন দিলে আমরা নির্বাচন থেকে বিরত থাকব।’’ দুপুর তিনটে পর্যন্ত এ দিন বিক্ষোভ দেখানো হয়।
তবে বিজেপি প্রার্থী অনিলবাবু বাড়িতে ছিলেন না বলে দলের একটি সূত্রের দাবি। সোমবার তিনি মনোনয়ন জমা দেবেন বলে বিজেপি সূত্রে খবর।