বিজেপি-র পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আসানসোলের রানিগঞ্জ এলাকায়। রানিগঞ্জ শহর জুড়ে ‘আর নয় অন্যায়’ লেখা ব্যানার লাগানো হয়েছিল। বিজেপি-র অভিযোগ, রাতের অন্ধকারে ওই ব্যানারগুলি ছিঁড়ে ফেলা হয়। দলের স্থানীয় নেতৃত্বের আরও অভিযোগ, তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
রবিবার সকালে পোস্টার ছেঁড়া অবস্থায় দেখার পর রানিগঞ্জের রামবাগান চত্বরে উত্তেজনা শুরু হয়। বিজেপি জানিয়েছে, রানিগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান, বাঁশড়া মোড় সংলগ্ন এলাকা-সহ পঞ্জাবি মোড়ের একাংশে দলের ‘আর নয় অন্যায়’ কর্মসূচির পোস্টার লাগানো হয়েছিল। অভিযোগ, রবিবার সকালে দেখা যায় ওই এলাকার দেওয়ালগুলি থেকে সমস্ত পোস্টার ছেঁড়া ফেলা হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরাই এর পিছনে রয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপি-র এক স্থানীয় নেতা মনোজ ওঝার দাবি, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই জঘন্য কাজ করেছে। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই তারা রাতের অন্ধকারে এ ধরনের ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে। তবে এ ভাবে বিজেপি-কে দমন করা যাবে না।’’
বিজেপি-র অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। দলের রানিগঞ্জ ব্লক সহ-সভাপতি জ্যোতি সিংহের পাল্টা দাবি, ‘‘এ ধরনের ঘটনা ঘটিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে বিজেপি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন শিল্পাঞ্চলের মানুষ।’’