দেড় বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর এলাকায়। ধৃত ২৮ বছরের প্রতিবেশি যুবক।
পুলিশ সূত্রে খবর, শনিবার ২৮ বছর বয়সী ওই অভিযুক্ত যুবক, শিশুকন্যাকে আদর করার অছিলায় নিজের বাড়িতে নিয়ে যান। তাঁর কিছুক্ষণ পর ওই শিশুকন্যার কান্নার আওয়াজ শুনতে পান প্রতিবেশিরা। এর পরই রক্তক্ত অবস্থায় তাকে বাড়িতে ফিরিয়ে দেন অভিযুক্তের পরিবারের সদস্যরা। তাঁরা জানান, খেলতে খেলতে পড়ে গিয়ে তাঁদের মেয়ে আহত হয়েছে। কিন্তু তাঁদের অস্বাভাবিক আচরণ ও রক্তাক্ত শিশুটিকে দেখে সন্দেহ হয় তার অভিভাবকদের। সঙ্গে সঙ্গে তাঁরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা ভাল করে শিশুটিকে দেখে নিশ্চিত করেন যে সে যৌন হেনস্থার শিকার।
নির্যাতিতার পরিবারের তরফ থেকে শন্তিপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতর করে। তাঁর পরিবারের আর কেউ এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।