Advertisement
E-Paper

শিশু দিবসে বই, পোশাক বিতরণ

জওহরলাল নেহরুর ১২৮তম জন্মদিনে আঁকা প্রতিযোগিতার আয়োজন করল আইএনটিইউসি। সোমবার শিশুদিবস উপলক্ষে জেকেনগরে আয়োজিত প্রতিযোগিতায় ১০৪ জন যোগ দিয়েছিল। আয়োজকরা জানান, এ দিকে আসানসোলে শপিংমল চত্বর ও লাগোয়া এলাকায় পথশিশুদের ফল, পেস্ট্রি ও কেক বিতরণ করেন কয়েকজন শিক্ষক ও পড়ুয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০০:১০
দুর্গাপুরের হুচুকডাঙার অনুষ্ঠানে তোলা নিজস্ব চিত্র।

দুর্গাপুরের হুচুকডাঙার অনুষ্ঠানে তোলা নিজস্ব চিত্র।

জওহরলাল নেহরুর ১২৮তম জন্মদিনে আঁকা প্রতিযোগিতার আয়োজন করল আইএনটিইউসি। সোমবার শিশুদিবস উপলক্ষে জেকেনগরে আয়োজিত প্রতিযোগিতায় ১০৪ জন যোগ দিয়েছিল। আয়োজকরা জানান, এ দিকে আসানসোলে শপিংমল চত্বর ও লাগোয়া এলাকায় পথশিশুদের ফল, পেস্ট্রি ও কেক বিতরণ করেন কয়েকজন শিক্ষক ও পড়ুয়া। এ দিন আসানসোল গ্রাম সব পেয়েছির আসর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনূর্দ্ধ পাঁচ বছরের ১০০ শিশুর হাতে বই তুলে দেওয়া হয়। এ দিন দুর্গাপুরের কাশীরাম দাসের জওহরলাল নেহরু ভবনে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আয়োজকদের তরফে সুদেব রায় জানান, এ দিন বিধাননগরের নির্মল হৃদয়ে শিশুদের হাতে পোশাক, ফল, চকোলেট তুলে দেওয়া হয়।

Children's Day Street Childs Clothes Distributed Books Distributed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy