Advertisement
E-Paper

টুকরো খবর

‘সাফল্য হাতের মুঠোয়’ শীর্ষক প্রস্তুতি শিবিরটি শেষ হল রবিবার। এ দিন বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে অনুষ্ঠানটি হয়। আনন্দবাজার পত্রিকা ও জিলেট গার্ড আয়োজিত ওই কর্মশালায় বিভিন্ন কলেজ থেকে প্রায় ৫২ জন পড়ুয়া যোগ দেন। প্রশ্নোত্তর ও আলোচনার শেষে ১০ জন পড়ুয়াকে বাছা হয়। সেখান থেকে চূড়ান্ত একজনকে বাছা হয়। শিবিরে যোগ দেওয়া রাজ কলেজের এক প্রাক্তনী সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “অভিনব উদ্যোগ, এই ধরণের শিবির আরও হওয়া দরকার।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ০০:৫৬

সাফল্যের প্রস্তুতি শিবির শেষ বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান


আনন্দবাজার পত্রিকা ও জিলেট গার্ড আয়োজিত কর্মশালা। নিজস্ব চিত্র।

‘সাফল্য হাতের মুঠোয়’ শীর্ষক প্রস্তুতি শিবিরটি শেষ হল রবিবার। এ দিন বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে অনুষ্ঠানটি হয়। আনন্দবাজার পত্রিকা ও জিলেট গার্ড আয়োজিত ওই কর্মশালায় বিভিন্ন কলেজ থেকে প্রায় ৫২ জন পড়ুয়া যোগ দেন। প্রশ্নোত্তর ও আলোচনার শেষে ১০ জন পড়ুয়াকে বাছা হয়। সেখান থেকে চূড়ান্ত একজনকে বাছা হয়। শিবিরে যোগ দেওয়া রাজ কলেজের এক প্রাক্তনী সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “অভিনব উদ্যোগ, এই ধরণের শিবির আরও হওয়া দরকার। এর ফলে কাজ পেতেও সুবিধা হবে।” উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, ১২টা জেলার কয়েকজনকে বেছে নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে একজনকে কাজের সুযোগ করে দেওয়া হবে।

জমি নিয়ে সংঘর্ষে মৃত্যু প্রৌঢ়ের

নিজস্ব সংবাদাদাতা • বর্ধমান

খড় রাখার জায়গা ও জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মারা গিয়েছেন এক চাষি। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে পূর্বস্থলীর বাবুইডাঙ্গায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জহর শেখ (৫০)। বাড়ি ওই এলাকাতেই। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কালনা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানেই শনিবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। কালনার সিআই ইন্দজিৎ সরকার বলেন, “ওই ঘটনায় দু’পক্ষ অভিযোগ দায়ের করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।” পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দাবি, পারিবারিক বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছে। পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্দিরে চুরির চেষ্টা

নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর

ফের মন্দিরে চুরির চেষ্টা হল মন্তেশ্বরে। শনিবার মন্তেশ্বরের কাইগ্রাম এলাকার রাধাবিনোদ মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে মন্দিরের সেবাইতদের দাবি, তালা ভাঙলেও পুজোর পিতল-কাঁসার বাসনপত্র নিতে পারেনি দুষ্কৃতীরা। তাঁরা জানান, মন্দিরের ভেতর আরও একটি লোহার দরজা রয়েছে। সেটি ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। দিনকয়েক আগেও পুড়শুড়ি এলাকার চারটি পাড়ার গোপীনাথ, ব্রজকালী, পঞ্চানন এবং শ্রীধর মন্দির থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরি যায় বলে অভিযোগ। পরে কষ্টি পাথরের পঞ্চানন মূর্তিটি মন্দির থেকে কিছুটা দূরে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্কুলে জয়ী তৃণমূল

নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

কংগ্রেসকে হারিয়ে কাটোয়ার করজগ্রাম হাই মাদ্রাসার পরিচালন সমিতির অভিভাবক নির্বাচনে জিতল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার ওই মাদ্রাসায় ৬টি আসনের মধ্যে তৃণমূল ৪টি আসনে ও কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ২টি আসনে জয়ী হয়। মাদ্রাসা সূত্রে খবর, ২২৮ জনের মধ্যে ১৭৯ জন অভিভাবক ভোট দেন। তার মধ্যে ১৪০টি বৈধ ভোট ছিল। তৃণমূলের বর্ধমান জেলার সহ-সভাপতি কাঞ্চন মুখোপাধ্যায়ের দাবি “চারদিকে তৃণমূলের উন্নয়ন দেখেই ভোটাররা আমাদের সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করেছেন।” কংগ্রেস নেতা চৌধুরী ফজলুল রহমান জানান, কী কারণে এই ফল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

এক অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাজলক্ষ্মী মুখোপাধ্যায় (৮৫) নামে এক বৃদ্ধার। রায়নার বাসিন্দা ওই বৃদ্ধার পরিবারের দাবি, কাশির সিরাপ ভেবে ভুল করে কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলায় তাঁর মৃত্যু হয়েছে। বেশ কয়েক দিন ধরে তিনি কাশির সমস্যায় ভুগছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শনিবার রাতেই মারা যান রাজলক্ষ্মীদেবী।

বিজ্ঞপ্তি নিয়ে চাপানউতোর

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

শহরের বল্লভপুর কাগজকলে কর্তৃপক্ষের জারি করা একটি বিজ্ঞপ্তি ঘিরে শ্রমিকদের মধ্যে করাখানা বন্ধের আশঙ্কা তৈরি হয়। শনিবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলের উৎপাদিত কাগজের বাজারে তেমন চাহিদা নেই। উৎপাদন খরচও প্রায় সাড়ে তিন হাজার টাকা বেড়ে গিয়েছে। এই অবস্থায় মাঝে মাঝে উৎপাদন বন্ধ রাখতে হতে পারে। সব রকম পরিস্থিতিতে শ্রমিকদের সহযোগিতাও চাওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে। তৃণমুল অনুমোদিত ওই কাগজকল শ্রমিক সংগঠনের সহকারি সভাপতি সেনাপতি মণ্ডল জানান, কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার আবেদন জানানো হয়েছে। কারখানার আধিকারিক জগন্নাথ চন্দের যদিও আশ্বাস, “মিল কোনও ভাবেই বন্ধ হবে না। তবে বাজারের সঙ্গে তাল মেলাতে শ্রমিকদের সহযোগিতা চাওয়া হয়েছে।”

কলেজে অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

শুধু পেশা হিসাবে নয়। শিক্ষকতাকে সমাজ গড়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরামর্শ দিলেন জেলাশাসক সৌমিত্র মোহন। শনিবার কাঁকসার গোপালপুরের একটি বেসরকারি বিএড কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে জেলাশাসক সদ্য বিএড উত্তীর্ণ পড়ুয়াদের উদ্দেশে বলেন, “সমাজ গড়ায় মুখ্য ভূমিকা রয়েছে শিক্ষকদের। আপনারা সে কথা মাথায় রেখে এগোলে তবেই সমাজ সুন্দর হবে।” গোপালপুরে বিএড কলেজটি গড়ে ওঠে ২০০৯ সালে। কলেজের চেয়ারম্যান জয়ন্তকুমার চক্রবর্তী জানান, এ দিন নবীন-প্রবীণ মিলনোৎসবের আয়োজন হয়েছিল। জেলাশাসক ছাড়াও ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক কস্তুরী সেনগুপ্ত। কলেজের সেরা দশ জনকে পুরস্কৃত করা হয়।

জন্মদিবসে অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাত • রানিগঞ্জ

শিখ গুরু তেগবাহাদুরের ৩৩৯তম জন্ম দিবস উপলক্ষে রবিবার রানিগঞ্জ গুরুদুয়ারায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাঠি ও তলোয়ার খেলার পাশাপাশি গুরমুখ ভাষায় কীর্তন পরিবেশন করেন অমৃতসরের ভাইগজার সিংহ। আলোচনা চক্রে গুরু তেগবাহাদুরকে নিয়ে বক্তব্য রাখেন লুধিয়ানার শিখ মিশনা রিজ কলেজের অধ্যাপক বলজিত সিংহ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy