চাকরি করে দেওয়ার টোপ দিয়ে ভাব জমিয়ে যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃতের নাম আজহার সরকার। মেমারি থানার কেজা গ্রামে তাঁর বাড়ি। সোমবার সকালে জামালপুর থানার জৌগ্রাম থেকে তাঁকে ধরা হয়। ধৃতকে সোমবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারি থানা এলাকায় ওই যুবতীর বাড়ি। ২০২৩ সালের জানুয়ারি মাসে তাঁর সঙ্গে আজহারের পরিচয় হয়। যুবতীকে একটি বেসরকারি সংস্থায় চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এর পর যুবতীর কাছ থেকে তাঁর ফোন নম্বর নেন আজহার। চাকরির কথা বলে হামেশাই যুবতীর সঙ্গে ফোনে কথাবার্তা বলতে শুরু করেন তিনি। এর পর দু’জনের মধ্যে ভাব-ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। যুবতীকে তিনি বিয়ে করার আশ্বাস দেয়। এর পর যুবতীকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তিনি। সেখানে তাঁর মা-ও থাকতেন। বিয়ের আশ্বাস দিয়ে যুবতীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিছু দিন পর যুবতী জানতে পারেন, একাধিক মহিলার সঙ্গে আজহারের সম্পর্ক রয়েছে। চাকরি দেওয়ার টোপ দিয়ে তিনি এ ধরনের প্রতারণা অনেকের সঙ্গে করেছেন। আজহারের কাজকর্মের প্রতিবাদ করায় যুবতীর উপর নির্যাতন শুরু করেন তিনি। দিনের পর দিন অত্যাচার বাড়তে থাকে। গত ১২ অগস্ট যুবতী একসঙ্গে অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে নেন। অসুস্থ হয়ে পড়লে তাঁকে বর্ধমান শহরের নবাবহাট এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। যুবতী নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে মহিলা থানা। ম্যাজিস্ট্রেটের কাছে যুবতীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ।