Advertisement
১৮ মে ২০২৪

ভেস্তে গেল বৈঠক, বহাল বাস ধর্মঘট

বৈঠক করেও উঠল না অন্ডালের মিনিবাস ধর্মঘট। অন্ডা-উখড়া ও দুর্গাপুরের রাস্তায় সেই বহালই রইল বাস ধর্মঘট। বেতন বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে কাজ করছেন না বাসকর্মীরা। সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে মিনিবাস মালিক, তৃণমূল প্রভাবিত বাস পরিবহণ কর্মী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়।

বাস ধর্মঘট তোলার দাবিতে পড়ুয়াদের অবরোধ। অন্ডাল-উখড়া রাস্তায়।

বাস ধর্মঘট তোলার দাবিতে পড়ুয়াদের অবরোধ। অন্ডাল-উখড়া রাস্তায়।

নিজস্ব সংবাদদাতা
অন্ডাল শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০১:৩৬
Share: Save:

বৈঠক করেও উঠল না অন্ডালের মিনিবাস ধর্মঘট। অন্ডা-উখড়া ও দুর্গাপুরের রাস্তায় সেই বহালই রইল বাস ধর্মঘট।

বেতন বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে কাজ করছেন না বাসকর্মীরা। সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে মিনিবাস মালিক, তৃণমূল প্রভাবিত বাস পরিবহণ কর্মী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে মালিকপক্ষ বেতন না বাড়ানোর দাবি শুনতে না চাইলে বৈঠক ভেস্তে যায়। পরিবহণ কর্মী সংগঠনের উখড়া শাখার সম্পাদক রাজু মুখোপাধ্যায় দাবি করেন, যত দিন না বেতন বাড়ানো হচ্ছে, ধর্মঘট বহাল থাকবে। অন্ডালের বিডিও মানস পাণ্ডে জানান, মিনিবাস ধর্মঘটের দ্বিতীয় দিন থেকেই দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার দু’টি বাস ওই রুটে চালানো হচ্ছে। মঙ্গলবার থেকে ৬টি বাস চালানো হবে। এ দিন আবার খান্দরা কলজের পড়ুয়ারা কলেজের সামনে অন্ডাল থেকে উখড়া হয়ে মাধাইগঞ্জ যাওয়ার রাস্তা অবরোধ করেন। তাঁদের অভিযোগ, এ ভাবে অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ থাকায় যেমন খুশি ভাড়া নিচ্ছে অন্য যানবাহন। সেই ভাড়া দিয়েই তাঁদের কলেজ যাতায়াত করতে হচ্ছে। ঘণ্টাখানেক পথ অবরোধের পরে প্রশাসনের আশ্বাসে তা তুলে নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Andal Bus strike durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE