২০১৮ সালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি মোড় সংলগ্ন এলাকায় রবীন্দ্রভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। অর্ধেক কাজ হওয়ার পরে তা পড়ে আছে। ঝোপ-জঙ্গলে ভরেছে আশপাশ। অবিলম্বে নির্মাণ কাজ শেষ করার দাবিতে বুধবার বিকেলে সেখানে অবস্থান-বিক্ষোভ করেন বিজেপি নেতা তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
জিতেন্দ্র দাবি করেন, তিনি বিধায়ক থাকাকালীন রবীন্দ্রভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থে কাজ শুরু হয়। ২০২১ সালের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁর অভিযোগ, এর পরেই নির্মাণের কাজ থমকে যায়। আগাছা, ঝোপ-ঝাড়ে ভরে ওঠে এলাকা। জিতেন্দ্র বলেন, “এখানে রবীন্দ্রভবন হলে দুর্গাপুর থেকে লাউদোহা, পাণ্ডবেশ্বর-সহ লাগোয়া এলাকার মানুষের সুবিধা হবে। যদি নির্মাণকাজ ফের শুরু না হয়, আন্দোলন হবে।”
জিতেন্দ্রর আরও অভিযোগ, তাঁর উদ্যোগে রবীন্দ্রভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল বলে তৃণমূল নেতৃত্ব ইচ্ছাকৃত ভাবে কাজে বাধা দিচ্ছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়। তিনি বলেন, “ভিত্তিহীন অভিযোগ। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় কাজ বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ বরাদ্দ করেছেন। দ্রুত কাজ শুরু হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)