শিশু বদলের কথা প্রাথমিক ভাবে অস্বীকার করলেও শেষে তদন্ত কমিটি গড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবারই মাধবডিহির লোহাই গ্রামের দম্পতি কালীরাম খাঁ ও মধুমিতা খাঁ অভিযোগ করেছিলেন, তাঁদের শিশুপুত্রের বদলে একটি মৃত শিশুকে দেওয়া হচ্ছে। দু’জনের কোনও মিল নেই। বিষয়টি স্বাস্থ্য ভবন ও নবান্ন পর্যন্তও গড়ায়। তারপরেই ওই সিদ্ধান্ত। শুক্রবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক বলেন, “শিশু বদলের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।” পাঁচ জনের এই কমিটির শীর্ষে রয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপার।
এ দিন হাসপাতালে গিয়ে ঘটনাটি জানেন জেলার মন্ত্রী স্বপন দেবনাথ। পরে তিনি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ শিশু বদলের ঘটনা মানছেন না। তবুও তাঁরা শিশুটির মৃতদেহ সংরক্ষণ করে রেখেছেন। প্রয়োজনে পুলিশের মাধ্যমে ডিএনএ টেস্ট করানো হবে।”