জঙ্গলের রাস্তা ধরে রাতে টোটোয় বাড়ি ফিরছিলেন দুই দম্পতি। অভিযোগ, কয়েক জন যুবক সেই টোটো আটকে দুই মহিলাকে যৌন হেনস্থা করে। তাঁদের জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় মারধর করে বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। জেলার পুলিশ সুপার সায়ক দাস বলেন, ‘‘ঘটনার তদন্ত হচ্ছে।’’
বছর বাইশের ওই দুই বধূর অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ জঙ্গলের ভিতরে পাকা রাস্তায় তাঁদের টোটো আটকায় কয়েক জন যুবক। এক বধূর কথায়, “ওরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। গালিগালাজ শুরু করে। আমাদের হাত ধরে টেনেহেঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমার স্বামীকে মারা হয়। তাঁর মুখ থেকে রক্ত বেরোতে থাকে। আমার শাড়ি টেনে ছিঁড়ে দেয়।’’ তাঁরা জানান, সে সময় ফোনে গ্রামে খবর দিলে লোকজন দ্রুত পৌঁছন। তার মধ্যে ওই যুবকেরা পালায়।
রাতে তিন জনের প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে, পুলিশে অভিযোগ করেন তাঁরা। ওই টোটো চালকের দাবি, “জীবিকার প্রয়োজনে রাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। বাইরের কিছু লোক এসে এখানে মদের আসর বসাচ্ছে। রাস্তাটি নিরাপদ নয়।’’
স্থানীয় পঞ্চায়েতের মহিলা সদস্যেরও দাবি, “জঙ্গলের মধ্যে প্রায় এক-দেড় কিলোমিটার ওই রাস্তায় খুব সমস্যা হয়। মেয়েরা স্কুলে যাওয়ার সময়ে কিছু ছেলে দাঁড়িয়ে থাকে। রাস্তায় পুলিশ মোতায়েন করা হলে ভাল হয়।’’ পুলিশ জানায়, বিষয়টি দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)