সাফাইকর্মীরা ঠিক মতো কাজ না করলে, তাঁদের সরঞ্জাম আটকে পুরসভাকে খবর দেওয়ার নিদান দিলেন পুরপ্রধান কুশল মুখোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে গুসকরায়।
গুসকরা ৭ নম্বর ওয়ার্ডের নাগরিক সংবর্ধনার এক সভায় সম্প্রতি পুরপ্রধান বলেন, ‘‘আপনার বাড়ির সামনের রাস্তা বা নর্দমা ঠিক মতো সাফাই হচ্ছে কি না, তা দেখে নেবেন। পুরসভার সাফাইকর্মী আপনার কথা না শুনলে, তাঁদের সঙ্গে থাকা কোদাল, বেলচা, ঝুড়ি আটকে দিয়ে আমাদের ফোন করবেন। আমি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হব।”
বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি জানান, ভয় পাওয়ার জায়গা নেই। এটা বাসিন্দাদের অধিকারের মধ্যে পড়ে। পুরপ্রধান বলেন, ‘‘ঠিক মতো সাফাই করা হচ্ছে কি না তা দেখে নিন, বুঝে নিন। ঠিক মতো সাফাই করা হচ্ছে কি না, আমি নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখি। তাঁরা জানেন, প্রশাসনের নজর তাঁদের উপরে রয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দায়িত্বটা শুধু একা আমাদের নয়, আপনাদেরও ভাগ করে নিতে হবে।’’