বাঁধ তৈরির কাজ নিয়ে ক্ষুব্ধ কাটোয়ার অগ্রদ্বীপের চরসাহাপুরের বাসিন্দারা। কয়েক বছর ধরেই চলছে ভাগীরথীর ভাঙন। এই ভরা বর্ষার মুখে কাজ শুরু করেছে সেচ দফতর।
গ্রামবাসীদের আশঙ্কা, বর্ষায় নির্মাণকাজের সামগ্রী নদীর গর্ভে চলে যাবে। ভাগীরথীর জলোচ্ছাসে মেরামতির কাজ অসম্পূর্ণ রয়ে যাবে বলে মনে করছেন তাঁরা। দাঁইহাট পুরসভা লাগোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ পঞ্চায়েতের এই চরসাহাপুর গ্রামে ভাঙন শুরু হয়েছে অনেক দিন ধরেই। কয়েক একর চাষের জমি ভাগীরথীর জলে চলে গিয়েছে বলে বাসিন্দাদের দাবি। বাঁধ ভেঙে গেলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়বে বলে আশঙ্কায় ভুগছেন তাঁরা। এই বাঁধের উপরে নির্ভরশীল দাঁইহাট শহরও।