Advertisement
১১ মে ২০২৪

নির্বাচনে জট, শিকেয় ক্রীড়া সংস্থার কাজকর্ম

সম্পাদক পদত্যাগ করায় শিকেয় উঠেছে মহকুমা ক্রীড়া সংস্থার কাজকর্ম। নানা অব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে মহকুমা নার্সারি লিগ ঘিরেও। সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রতি ৫ বছর অন্তর নতুন পরিচালন কমিটি তৈরি করা হয়।

খেলা নেই, ফাঁকা পড়ে কালনার অঘোরনাথ পার্ক। নিজস্ব চিত্র।

খেলা নেই, ফাঁকা পড়ে কালনার অঘোরনাথ পার্ক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০১:৩৮
Share: Save:

সম্পাদক পদত্যাগ করায় শিকেয় উঠেছে মহকুমা ক্রীড়া সংস্থার কাজকর্ম। নানা অব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে মহকুমা নার্সারি লিগ ঘিরেও।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রতি ৫ বছর অন্তর নতুন পরিচালন কমিটি তৈরি করা হয়। ২০০৯ সালে শেষ বার ৪৩ জনকে নিয়ে কমিটি হয়েছিল। সম্পাদক হয়েছিলেন অমরেন্দ্রনাথ সরকার। ২০১৩ সালে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর একটি বৈঠক ডেকে পুরনো কমিটির মেয়াদ আরও ১ বছর বাড়ানো হয়। ২০১৪ সালের ফের নতুন কমিটি তৈরি করার জন্য বৈঠক ডাকা হয়। কিন্তু ওই সময় লোকসভা ভোট কাছে চলে আসায় ফের ৬ মাস বাড়ে পুরনো কমিটির মেয়াদ। ওই মেয়াদ শেষ হওয়ার পরেও ২০১৫-র ১৪ সেপ্টম্বর বৈঠক ডাকা হয়। কিন্তু শাসক দলের দু’টি গোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকায় ভেস্তে যায় বৈঠক। পরিস্থিতি আরও জটিল হয় কমিটির সভাপতি, মহকুমাশাসক বৈঠকে যোগ দিতে রাজি না হওয়ায়। যদিও মহকুমাশাসক সব্যসাচী ঘোষ জানান, ওই সংস্থা সরকারি ভাবে নথিভুক্ত নয়। তাই তাঁর পক্ষে সেখানে থাকা সম্ভব হয়নি। সংস্থার তরফে যদিও দাবি করা হয়, নথিভুক্ত করার জন্য আবেদন করা হলেও প্রতিবারই সরকারি নির্দেশিকার অভাবে কাজ আটকে গিয়েছে। বিষয়টি নিয়ে জট কাটাতে মহকুমাশাসকের দফতর থেকে ক্রীড়া দফতরে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এ সব সত্ত্বেও পুরনো কমিটিই এত দিন কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় চলতি বছরের ৪ মে অমরেন্দ্রনাথবাবু সম্পাদক পদ থেকে পদত্যাগ করায় মহকুমাশাসক ও ১২ জন সহ-সভাপতিকে পদত্যাগপত্র পাঠান অমরেন্দ্রনাথবাবু। অমরেন্দ্রনাথবাবুর বক্তব্য, ‘‘মেয়াদ শেষের পরেও কাজ করেছি। কিন্তু এ ভাবে কাজ চালানোর এক্তিয়ার আমার নেই।’’ এরপরেই অচলাবস্থা দেখা যায়। সময়মতো নার্সারি লিগও শুরু করা যায়নি। নিয়ম অনুযায়ী নার্সারি লিগ শেষ হওয়ার পরেই শুরু হয় সিনিয়র লিগের রেজিস্ট্রেশন পর্ব। বর্তমান পরিস্থিতি সিনিয়র লিগ কবে, কিভাবে হবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ক্রীড়াপ্রেমীদের আশঙ্কা, সিনিয়র লিগ না হলে এই মহকুমা জেলা পর্যায়ে ফুটবল খেলার সুযোগই পাবে না।

মহকুমার বাসিন্দারাও জানান, গত এক দশকের বেশি সময় ধরে প্রতি বছর মে মাসে অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে শুরু হয় নার্সারি ফুটবল লিগ। কিন্তু এ বছর কবে ওই লিগ হবে তা কারও জানা নেই। প্রায় প্রতিদিনই মহকুমা সংস্থার দফতরে নিয়ম করে খুদে খোলায়াড়রা জানতে চায়ছে লিগ কবে শুরু হবে। খুদেদের লিগ শুরু না হওয়ার আক্ষেপ ধরা পড়েছে রেফারিদের একাংশের মধ্যেও। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেফারি বলেন, ‘‘ছোটদের লিগ খেলিয়েই জুনিয়র রেফারিদের অভিজ্ঞতা বাড়ে। এ বার এখনও লিগ শুরু না হওয়ায় আখেরে ক্ষতি হচ্ছে খেলাধুলোরই।’’ সিনিয়র খেলোয়াড়দের আশঙ্কা, ‘‘এখনও নার্সারি লিগ শুরু না হওয়ায় ক্ষতি হচ্ছে সিনিয়র ডিভিশনেরও। এ ভাবে চলতে থাকলে জেলাস্ত রের প্রতিযোগিতায় মহকুমা প্রতিনিধিত্ব করতে পারবে কি না সন্দেহ।’’

পুরো বিষয়টি নিয়ে যদিও মহকুমাশাসক আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘‘কিছু সমস্যা রয়েছে। তবে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।’’

তবে আশ্বাস মিললেও না আঁচালে ভরসা জাগছে না খেলোয়াড়দের মনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE