Advertisement
E-Paper

৬ সেপ্টেম্বর শপথ দুর্গাপুর পুরসভায়

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি। ওই দিনই নতুন পুরবোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হবে। প্রশাসন সূত্রে খবর, ওই সভা দুপুর তিনটেয় শুরু হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ০০:২৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফল প্রকাশের পরে বেশ কিছু দিন কেটে গিয়েছে। তার পরে মেয়র কে হবেন, নতুন পুরবোর্ড গঠনই বা কবে হবে, সে বিষয়ে জল্পনা চলছে শহরে। শেষমেশ শুক্রবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর দুর্গাপুর পুরসভার নব নির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। গত বারের মতো এ বারেও সিধো-কানহু ইন্ডোর স্টেডিয়ামেই এই অনুষ্ঠান হবে।

এ দিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি। ওই দিনই নতুন পুরবোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হবে। প্রশাসন সূত্রে খবর, ওই সভা দুপুর তিনটেয় শুরু হবে। সভায় পৌরহিত্য করবেন বিদায়ী পুরবোর্ডের ডেপুটি মেয়র তথা ৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত তৃণমূল কাউন্সিলর অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

গত পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে জুন মাসে। ২০১২-র পুরভোট হয়েছিল মে মাসে। এ বারেও মে মাসেই নির্বাচন হওয়ার কথা ছিল। সেই হিসেবে ওয়ার্ড সংরক্ষণের তালিকাও প্রকাশিত হয়। কিন্তু তারপরেই রাজ্য সরকার দুর্গাপুরে নির্দিষ্ট সময়ে পুরভোট না করানোর সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে আন্দোলনে নামে বিরোধীরাও। শেষমেশ ১৩ অগস্ট ভোটগ্রহণ হয়। ১৭ অগস্ট ফল ঘোষণার পরে দেখা যায়, ৪৩টি ওয়ার্ডের সবকটিতেই জিতেছে তৃণমূল।

ফলপ্রকাশের পরে এক সপ্তাহেরও বেশি সময় কেটেছে। তার পরেও মেয়র কে হবেন, তা নিয়ে নানা নাম ঘিরে জল্পনা রয়েছে শহরে এবং তৃণমূলের অন্দরেই। ডেপুটি মেয়র, মেয়র পারিষদদের পদগুলিও কারা পাবেন, তা নিয়েও আলোচনা চলছে বলে খবর। যদিও এই বিষয়গুলি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তৃণমূল নেতৃত্ব জানান।

Durgapur Municipal Corporation Oath Taking Ceremony Councillors কাউন্সিলর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy