Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Mohammed Salim

জোর করে জমি নিয়ে শিল্পতালুক, দাবি সেলিমের

বর্ধমান ২ ব্লকের বড়শুলে দামোদরের পাড়ে শিল্পতালুকের জন্য জোর করে জমি কিনে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সেলিম।

A Photograph of Mohammed Salim

সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১২
Share: Save:

পঞ্চায়েত ভোটের জন্য তাঁরা তৈরি, শুক্রবার পূর্ব বর্ধমানে সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, ‘‘ভোট কখন হবে কেউ জানেন না। আমরা তৈরি। কিন্তু সরকার এবং বিজেপি ভোট চাইছে না।’’ কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জোট নিয়ে জেলা স্তরে আলোচনা হবে। তারাই সিদ্ধান্ত নেবে। শুধু কংগ্রেস কেন, বিরোধী দল, সামাজিক সংগঠন, সাধারণ মানুষ সবাইকেই আমরা স্বাগত জানাচ্ছি।’’

কেন্দ্রের কাছে বকেয়া প্রসঙ্গে তৃণমূলকে দায়ী করে সেলিমের বক্তব্য, ‘‘ক্ষমতা থাকলে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করে জানাক, কত টাকা কোন খাতে বকেয়া আছে। তা না করে শুধু কেন্দ্রের কাছে বকেয়া আছে বলে চিৎকার করছে। কেন্দ্রীয় সরকারও শ্বেতপত্র বার করে জানিয়ে দিতে পারে কত টাকার হিসেব নেই। কিন্তু কোনওটাই স্পষ্ট ভাবে করাহচ্ছে না!’’

বর্ধমান ২ ব্লকের বড়শুলে দামোদরের পাড়ে শিল্পতালুকের জন্য জোর করে জমি কিনে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সেলিম। তাঁর কথায়, ‘‘পূর্ব বর্ধমানে দামোদরের তীরে মানুষের জমি কিনে নেওয়া হয়েছে। ৭০ বছর ধরে তাঁরা ওই জমিতে চাষ করছেন। আমাদের দল এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’’ জানা গিয়েছে, ২০১৫ সালে দ্বিতীয় শিল্পতালুকের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বড়শুলে। কিন্তু ১৭ একর জমিতে দীর্ঘ দিন চাষবাস করছেন কিছু মানুষ। তাঁরা এই কাজে বাধা দেন। গত মঙ্গলবার বিক্ষোভও হয়। যদিও তৃণমূলের অন্যতম রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘ওঁরা আমাদের কথা না বলে, আমাদের সঙ্গে লড়াই না করে, শূন্য থেকে উঠে আসার লড়াইজারি রাখুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE